তাজমহলে বোমাতঙ্ক, পর্যটকদের বের করে তল্লাশি অভিযানে সিআইএসএফ

তাজমহলের(Taj Mahal) ভিতরে বোমা রাখা রয়েছে। সম্প্রতি এমনই এক উড়ো ফোন এল নিরাপত্তারক্ষীদের(security) কাছে। এরপরই রীতিমতো আতঙ্ক ছড়ালো তাজমহল চত্বরে। পরিস্থিতির গুরুত্ব বুঝে তড়িঘড়ি তল্লাশি অভিযানের নামল সিআইএসএফ(CISF) ও স্থানীয় প্রশাসন। পর্যটকদের তাজমহল থেকে বের করে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

জানা গিয়েছে, পর্যটকদের(tourist) বাইরে বের করার পাশাপাশি তাজমহলের দুটি প্রবেশদ্বার বন্ধ করে চিরুনি তল্লাশি শুরু হয়েছে ভিতরে। খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছে বিডিএস সহ অন্যান্য টিম। জানা গিয়েছে, অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির ফোনে তাজমহলে বোমা থাকার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই সতর্ক হয়ে যায় সিআইএসএফ ও পুলিশ প্রশাসন। সকাল ৯.৩০টা নাগাদ সমস্ত পর্যটকদের বাইরে বের করে তাজমহলের দুটি দরজা বন্ধ করে দেওয়া হয়, পার্শ্ববর্তী বাজারও বন্ধ করে দেওয়া হয়। বম স্কোয়াড ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করেছে।

আরও পড়ুন:ঘৃণার রাজনীতিকে নিয়ন্ত্রন করুন, বিজেপিকে তুলোধোনা করলেন নুসরত

যদিও তাজমহলে প্রবেশের জন্য পর্যটক ও নিরাপত্তা কর্মীদের যে নিরাপত্তার বেষ্টনী পার হতে হয় তাতে তাজমহলের ভিতরে বোমা নিয়ে কারও প্রবেশ করা একেবারেই অসম্ভব। তবে কোনও রকম ঝুঁকি নিতে রাজি নয় প্রশাসন। তল্লাশি অভিযান চালানোর পাশাপাশি যে ব্যক্তি ফোন করে এই খবর দিয়েছে তারও অনুসন্ধান চালাচ্ছে তদন্তকারীরা। শেষ পাওয়া খবরে, প্রায় দু’ঘণ্টা তল্লাশি অভিযান চালানোর পর কোনরকম বোমার হদিশ না পেয়ে পর্যটকদের জন্য পুনরায় খুলে দেওয়া হয়েছে তাজমহলের দরজা।

Advt

Previous articleH1B ভিসার উপর নিষেধাজ্ঞা প্রসঙ্গে ‘চুপ’ বাইডেন, বিপাকে বহু ভারতীয়
Next articleস্পেনের আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতার শেষ চারে মেরি, জয় দিয়ে অভিযান শুরু সিন্ধুর