Monday, August 25, 2025

প্রাথমিক শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ তুলে দিল হাইকোর্ট, স্বস্তিতে রাজ্য

Date:

প্রাথমিক (TET Primary) শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ তুলে দিল আদালত। স্বস্তিতে কয়েক হাজার চাকরি প্রার্থী। স্বস্তিতে রাজ্য সরকার। বৃহস্পতিবারই এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। যার ফলে আপাতত প্রাইমারি টেটের নিয়োগে আর কোনও বাধা রইল না। তবে আগামী দু’সপ্তাহের মধ্যে পর্ষদকে যথাযথ মেধা তালিকা প্রকাশ করতে হবে। এ দিন সৌমেন সেন ও সৌগত ভট্টাচার্যকে নিয়ে গঠিত কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেন।

 

গত ১১ ডিসেম্বর ১৬ হাজার ৫০০ প্রাথমিক শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই ২৩ ডিসেম্বরে জারি হয় বিজ্ঞপ্তি। গত ১০ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত চলে নিয়োগের ইন্টারভিউ । এমনকী নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়ে যায়। কিন্তু এরইমধ্যে নিয়োগ তালিকায় গরমিল ও অস্বচ্ছতার অভিযোগ তোলেন চাকরিপ্রার্থীদের একাংশ। আদালতে মামলা করেন তাঁরা

 

এরপরই গত ২২ ফেব্রুয়ারি রাজর্ষি ভরদ্বাজের সিঙ্গল বেঞ্চ এই নিয়োগে স্থগিতাদেশের কথা জানায়। কিন্তু সে স্থগিতাদেশ এদিন তুলে দিল আদালত। এর ফলে চাকরিপ্রার্থীরা যেমন স্বস্তিতে ।তেমনই এ দিনের নির্দেশ তৃণমূল সরকারের স্বস্তি বাড়াল। এদিনের রায়ের পরে ১৫,২৮৪ জনের নিয়োগে এই মুহূর্তে আর কোনও বাধা নেই। তবে নিয়োগ বৈধ কী না সেটা আদালতে মামলার নিষ্পত্তির ওপর নির্ভর করবে।

Related articles

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...
Exit mobile version