Saturday, May 17, 2025

প্রথমবর্ষের সেমিস্টার নিয়ে সমস্যায় পরীক্ষার্থীদের একাংশ, চাঞ্চল্য প্যারীমোহন কলেজে

Date:

উত্তরপাড়া রাজা প্যারীমোহন কলেজ প্রথমবর্ষের স্নাতক স্তরের সেমিস্টার (Semester) নিয়ে চরম সমস্যায় 44 জন ছাত্রছাত্রী। কোভিড পরিস্থিতিতে এই শিক্ষাবর্ষে 625 জন ছাত্র-ছাত্রী প্রথম বর্ষে ভর্তি হন। অনলাইনে (Online) তাঁদের ক্লাস শুরু হলেও কিছু ছাত্র-ছাত্রীর মোবাইলে (Mobile) মঙ্গলবার, মেসেজ আসে অবিলম্বে তাঁরা যেন প্রয়োজনীয় নথি নিয়ে রেজিস্ট্রেশনের জন্য কলেজে যান। ছাত্র-ছাত্রীদের অভিযোগ, তারা ভর্তির সময় সমস্ত তথ্য প্রমাণ জমা দিয়ে ভর্তি হয়েছিলেন। হঠাৎ করে রেজিস্ট্রেশনের জন্য নতুন করে নথি জমা দিতে বলা হয়।

আরও পড়ুন:জবাব দিচ্ছে তৃণমূল, শুধু নন্দীগ্রামেই প্রার্থী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

সেইমতো ছাত্রছাত্রীরা বৃহস্পতিবার কলেজে যান। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে অধ্যক্ষের সঙ্গে দেখা না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন ছাত্র-ছাত্রীরা। ছাত্র সংসদ সূত্রে খবর, তাদের সঙ্গে কলেজ কর্তৃপক্ষের প্রাথমিকভাবে কথা হয়েছে। যে সমস্ত পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন (Registracion) হয়নি তাঁদের ভবিষ্যতের কথা ভেবে কোনও কলেজ থেকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হবে। পাশাপাশি, এটাও জানা যায় যে ওই 44 জন ছাত্রছাত্রীর মধ্যে ইতিমধ্যেই 22 জন অন্য কলেজে ভর্তি হয়ে গিয়েছেন। বর্তমানে 22 জন ছাত্রছাত্রী অনিশ্চিয়তার মধ্যে রয়েছেন।

Related articles

বিকাশ ভবনের সামনে আন্দোলনের নামে ‘নাটক’! তীব্র কটাক্ষ ফিরহাদ-কুণালের

বিকাশ ভবনের সামনে আন্দোলনের নামে বিশঙ্খলা তৈরি করছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। বিকাশ ভবনের কর্মীদের অফিস থেকে বেরনোর পথ...

বিক্ষোভে ক্ষুদে পড়ুয়াদের সামিল করলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা! নিন্দা সবমহলে

গল্প বলার আসর-এর নামে ক্ষুদে পড়ুয়াদের আন্দোলনে সামিল করলেন বিকাশ ভবনের সামনে অবস্থানরত চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা (Teacher)। শনিবার, বিকাশ...

মাও-দমনে নিহত রোলো! জওয়ানদের নিরাপত্তা দিতে গিয়ে ২০০ মৌমাছির কামড়

ছত্তিশগড়ের মাওবাদী দমনে সম্প্রতি ব্যাপক সাফল্যের মুখ দেখেছে সিআরপিএফ (CRPF)। মাওবাদীদের পেতে রাখা আইইডি থেকে নিজেদের নিরাপদ রেখে...

সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধা! রাজ্যে তৃণমূলের টানা দু’দিনের শহিদতর্পণ কর্মসূচি

নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে শনিবার দেশের সেনা জওয়ানদের প্রতি সম্মান এবং শহিদতর্পণ কর্মসূচিতে নামল তৃণমূল কংগ্রেস। কলকাতা-সহ...
Exit mobile version