তৃণমূলের প্রার্থী তালিকায় একঝাঁক তারকা

0
1

বিধানসভা নির্বাচনের আগে বেশ কয়েকজন টলিউডের তারকা যোগ দিয়েছেন শাসকদলে। তাঁদের টিকিট পাওয়ার জল্পনা ছিল আগে থেকেই। শুক্রবার, দুপুর দুটো নাগাদ প্রার্থী তালিকা প্রকাশ করলেন তৃণমূল (Tmc) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। প্রত্যাশা মতো অনেকে টলি তারকা রয়েছেন প্রার্থী তালিকায়। রয়েছেন গায়িকা (Singer) থেকে পরিচালক (Director), ক্রিকেটার (Cricketer) থেকে ফুটবলার (Footballer)। এক নজরে দেখে নেব কোন কেন্দ্র থেকে কে কে প্রার্থী হলেন-

ব্যারাকপুর- রাজ চক্রবর্তী
আসানসোল দক্ষিণ- সায়নী ঘোষ রাজারহাট-গোপালপুর- অদিতি মুন্সি
আলিপুরদুয়ার- সৌরভ চক্রবর্তী
বাঁকুড়া- সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়
উত্তরপাড়া কাঞ্চন মল্লিক
চণ্ডীপুর- সোহম চক্রবর্তী
কৃষ্ণনগর উত্তর- কৌশানী মুখোপাধ্যায়
সোনারপুর দক্ষিণ- লাভলী মৈত্র
মেদিনীপুর সদর- জুন মালিয়া
বারাসত- চিরঞ্জিত চক্রবর্তী
ঝাড়গ্রাম- বীরবাহা হাঁসদা
শিবপুর- মনোজ তিওয়ারি
উলুবেরিয়া- পূর্ব বিদেশ বসু

আরও পড়ুন:তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করছেন মমতা

Advt