Monday, November 3, 2025

টাইম ম্যাগাজিনের কভার পেজে ভারতের কৃষি আন্দোলনকারী মহিলাদের ছবি

Date:

ভারতের মাটিতে লাগাতার চলতে থাকা আন্দোলনের সমর্থনে এবার এগিয়ে আসতে দেখা গেল গোটা বিশ্বে বহুল জনপ্রিয় মার্কিন পত্রিকা ‘টাইম ম্যাগাজিন’কে(time magazine)। মার্চ মাসে প্রকাশিত টাইম পত্রিকার কভার পেজে জায়গা পেল কৃষি আইনের(Farm Law) বিরুদ্ধে সরব হওয়া আন্দোলনরত মহিলাদের ছবি। পাশাপাশি কভার পেজের হেডলাইনে লেখা হয়েছে, ‘ON THE FRONT LINE OF INDIA’S FARMER PROTESTS’. বলার অপেক্ষা রাখে না এই ঘটনায় তীব্র অস্বস্তিতে কেন্দ্রীয় সরকার।

জানা গিয়েছে, টাইম ম্যাগাজিনের তরফে কৃষক আন্দোলনের যে ছবি প্রকাশ করা হয়েছে তা দিল্লির টিকরি বর্ডারে আন্দোলনরত মহিলাদের ছবি। পাশাপাশি পত্রিকার ভিতরে কৃষি আন্দোলন নিয়ে প্রকাশিত খবরের হেডলাইনে লেখা হয়েছে, ‘আমি ভয় পাবো না, আমি বিক্রি হবো না… ভারতের কৃষক আন্দোলনের নেতৃত্ব দেওয়া মহিলারা।’ প্রতিবেদনে তুলে ধরা হয়েছে, কীভাবে সরকারের তিন কৃষি আইনের বিরুদ্ধে সামনের সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছেন মহিলারা। পাশাপাশি নিজেদের টুইটার অ্যাকাউন্টে এই ছবি শেয়ার করেছে টাইম ম্যাগাজিন। যেখানে ক্যাপশনে লেখা হয়েছে, ‘টাইমের নতুন আন্তর্জাতিক কভার- আমি ভয় পাব না, আমি বিক্রি হবো না।’ পত্রিকার কভার পেজে যে সকল আন্দোলনকারী মহিলাদের ছবি তুলে ধরা হয়েছে তারা হলেন, অমনদীপ কৌর, কিরনজীত কৌর, গুরমর কৌর, বিন্দু আম্মা, উর্মিলা দেবী, সাহুমতি পাধা সহ আরো অনেকে। পাশাপাশি এই ছবিতে দেখা গিয়েছে আন্দোলনকারী মহিলাদের সঙ্গে তাদের কোলের শিশুদেরও। যারা ঘরবাড়ি ছেড়ে মায়ের সঙ্গে উপস্থিত হয়েছে আন্দোলন স্থলে।

আরও পড়ুন:খেলেঙ্গে-লড়েঙ্গে-জিতেঙ্গে: ২৯১ কেন্দ্রে প্রার্থী তালিকা প্রকাশ করে স্লোগান বেঁধে দিলেন মমতা

প্রসঙ্গত, দেশজুড়ে লাগাতার চলতে থাকা কৃষক আন্দোলনের ফলে ইতিমধ্যেই ঢোক গিলতে শুরু করেছে ভারত সরকার। বহু আন্তর্জাতিক সেলিব্রিটি ভারতে আন্দোলনরত কৃষকদের পাশে এসে দাঁড়িয়েছেন। যার ফলে অস্বস্তি আরও বেড়েছে সরকারের। ভারতের কৃষক আন্দোলনের প্রসঙ্গে সরকারের বিরোধিতায় সরব হওয়া তারকাদের বিরুদ্ধে বিবৃতি দিতে দেখা গিয়েছে কেন্দ্রীয় সরকারকে। এমন পরিস্থিতিতে ‘টাইম’-এর মত একটি আন্তর্জাতিক পত্রিকা এভাবে কৃষকদের সমর্থনে এগিয়ে আসায় স্বাভাবিকভাবেই অস্বস্থি আরো বাড়লো সরকারের।

Related articles

জলীয় বাষ্প উপকূলে: শীতের বাধা বঙ্গোপসাগরের নিম্নচাপ

নভেম্বরেও শীতে বাধা। ফের জলীয় বাষ্পপূর্ণ বাতাসের ঘনঘটা বাংলার উপকূলে। যার জেরে সপ্তাহের মধ্যভাগে ফের হালকা বৃষ্টির পূর্বাভাস...

গুলি চলার সাড়ে তিনঘণ্টায় গ্রেফতার: হরিদেবপুরে সম্পর্কের টানাপোড়েন

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই গুলি চলল হরিদেবপুরে। অভিযুক্তের নাম বাবলু ঘোষ। সোমবার ভোরে গুলি চলার সাড়ে তিন ঘণ্টার...

রাত পোহালেই পথে মুখ্যমন্ত্রী: SIR-এর আড়ালে NRC আতঙ্ক তৈরির চক্রান্তের প্রতিবাদ

সোমবার রাত পোহালেই রাজ্যে শুরু বাড়ি বাড়ি গিয়ে ইনিউমারেশন ফর্ম ফিলাপের কাজ। ২০০২ সালের ভোটার তালিকা ধরে যাচাই...

বাস-লরির মুখোমুখি সংঘর্ষ! তেলেঙ্গানায় মৃত্যু ছাড়ালো ২০

ভয়াবহ পথ দুর্ঘটনা তেলেঙ্গানায়। সোমবার সকালে হায়দ্রাবাদ-বিজাপুর জাতীয় সড়কে রঙ্গা রেড্ডি জেলায় পথ দুর্ঘটনায় (road accident) এখনও প্রাণ...
Exit mobile version