Sunday, January 18, 2026

তৃণমূল-‘অভিমানী’-দের ভিড় বাড়ছে গেরুয়া দরবারে

Date:

Share post:

তৃণমূলের (TMC) প্রার্থী তালিকা প্রকাশের পরমুহুর্ত থেকেই ভিড় বাড়ছে বিজেপি দফতরে (BJP OFFICE) আর মুকুল রায়ের (MUKUL ROY) বাড়িতে৷

একুশের নির্বাচনী (WB ASSEMBLY ELECTION 2021) মঞ্চে এবার আর ওঠার সুযোগ পাননি তৃণমূলের ৬৪জন বিদায়ী বিধায়ক। ইতিমধ্যেই ক্ষোভ এবং বিক্ষোভ শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে৷ টিকিট না পেয়ে ‘মোহভঙ্গের’ ধরন এক একজনের এক এক রকম৷ তৃণমূলের বিদায়ী বিধায়কদের কেউ কেঁদেছেন, কেউ আবার হুমকি দিয়েছেন৷ ভাঙড়ের আরাবুল ইসলামের অনুগামীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়েছেন৷ আরাবুল বলেছেন, “দলে আমার প্রয়োজন ফুরিয়েছে”৷ সোনালী গুহ কেঁদে ভাসিয়েছেন৷ প্রার্থী তালিকা ঘোষণা করার একটু পরই তৃণমূলের হিন্দি সেলের দায়িত্ব ছেড়ে সটান মুকুল রায়ের বাড়িতে যান দীনেশ বাজাজ। মুকুলের সঙ্গে কথা বলে বেরিয়ে বলেছেন, “পার্টি যখন আমায় টিকিট দেবে না, তখন আমি কি ঘরে বসে থাকবো? দলের দুর্দিনে আমি এমএলএ ছিলাম। হিন্দিভাষীদের বহিরাগত বলা হচ্ছে। এসবের পর আর তৃণমূলে থাকা যায় না। আমি বিজেপিতেই যোগ দেবো”৷ ওদিকে শিবপুরের বিদায়ী বিধায়ক জটু লাহিড়ী তো শনিবার সকালেই মুকুল রায়ের বাড়ি গিয়ে হাতে তুলে নিয়েছেন পদ্ম- পতাকা৷

বিজেপিতে যোগ দেওয়ার জন্য তৃণমূলের টিকিট না পাওয়া বিধায়কদের
লাইন ক্রমশই দীর্ঘায়িত হচ্ছে ৷ এদের বেশ কয়েকজন জোড়া-ফুলের সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে পদ্ম-শিবিরে নাম লেখাতে মরিয়া। ভিড় বাড়ছে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায়ের বাড়িতে। গেরুয়া নেতারা মুচকি হাসছেন। তৃণমূলের ‘বহিরাগত’ স্লোগানই এখন বুমেরাং হয়ে ফিরছে বলে রাজনৈতিক মহলের ধারনা৷

যত সময় গড়াচ্ছে তৃণমূলের ‘অভিমানী’ বিধায়কদের পদ্ম-পতাকা হাতে নেওয়ার প্রবণতা জোরদার হচ্ছে৷ টিকিট না পেয়ে শুক্রবার সন্ধ্যাতেই দল ছাড়ার কথা ঘোষণা করেছেন নলহাটির বিদায়ী তৃণমূল বিধায়ক মইনউদ্দিন শামস। ইনি বাম আমলের দাপুটে মন্ত্রী কলিমুদ্দিন শামসের পুত্র৷ তৃণমূল ছাড়ার পথে পুরশুড়ার বিধায়ক মহম্মদ নুরুজ্জমান। তাঁর কেন্দ্রে প্রার্থী করা হয়েছে হুগলি তৃণমূলের সভাপতি দিলীপ যাদবকে৷ সাঁকরাইলের বিধায়ক শীতল সর্দারও গেরুয়া শিবিরে যোগ দিতে চাইছেন৷ ওদিকে শোনা যাচ্ছে, সাতগাছিয়ার টিকিট না পাওয়া সোনালী গুহও মুকুল রায়ের বাড়িতে আসতে পারেন শনিবারই৷ জোড়া-ফুলের প্রার্থী তালিকায় স্থান না পেয়ে ক্ষুব্ধ বাঁকুড়ার বিদায়ী বিধায়ক শম্পা দরিপা। ২০১৬-তে কংগ্রেস প্রার্থী হিসাবে জয়ী হয়ে তৃণমূলে যোগ দেন শম্পা৷ ওই কেন্দ্রে এবার তৃণমূল প্রার্থী অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। দলের প্রার্থীকে ‘বহিরাগত’ বলে চিহ্নিত করে ক্ষোভ আর অভিমান উগরে দিয়েছেন শম্পাদেবী৷ তিনিও গেরুয়া- মুখী৷

Advt

spot_img

Related articles

আজ নদিয়া সফরে অভিষেক, রোড শো করবেন কৃষ্ণনগরে

'আবার জিতবে বাংলা কর্মসূচি'তে রবিবার নদিয়া জেলায় যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার বহরমপুরে রোড শো করতে দেখা...

Sunday Feature : সেনাবাহিনীর বন্দুকে নয়, দেশের মানুষকে ‘ইচ্ছা’ দিয়ে জঙ্গিদের থেকে রক্ষা করেছিলেন তিনি

দিনটা হতে পারত ২৩তম জন্মদিনের উৎসবের প্রস্তুতি। হতে পারত নতুন কোনো মডেলিং অ্যাসাইনমেন্টের ঝলমলে আলোয় ফেরা। কিন্তু ১৯৮৬...

‘উড়ন্ত ডাচ জাহাজ’, উৎপল সিনহার কলম

যে জাহাজ কখনও বন্দরে পৌঁছোতে পারে না , চিরকাল নাকি সমুদ্রের বুকে ভেসে বেড়ায়, অভিশপ্ত এক জাহাজ, যাকে...

পরিষেবা বিঘ্নিত হওয়া ইন্ডিগোকে ২২ কোটি টাকা জরিমানা ডিজিসিএ-র!

ডিসেম্বর মাস জুড়ে প্রায় প্রতিদিনই খবরের শিরোনামে থেকেছে ইন্ডিগো এয়ারলাইন্সের (IndiGo)। একের পর এক উড়ান বাতিল আর কর্মী...