Friday, November 14, 2025

বাংলার বিধানসভা নির্বাচনে বাংলাতেই অনলাইনে মনোনয়ন পেশ করা যাবে না !!

Date:

Share post:

এবার অনলাইনেও মনোনয়ন পেশ করা যাবে। কোভিড পরিস্থিতির কথা বিবেচনা করে নির্বাচন কমিশন এই ব্যবস্থা রেখেছে। কিন্তু সেখানে শুধুমাত্র হিন্দি এবং ইংরাজিতেি আবেদন করা যাবে। বাংলা ভাষাকে রাখা হয়নি। আর তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। suividha.eci.govin লিঙ্কে আবেদন করতে পারবেন প্রার্থীরা। পশ্চিমবঙ্গ ছাড়াও অসম, কেরল, তামিলনাড়ু ও পুদুচেরিতেও বিধানসভা নির্বাচন ঘোষিত হয়ে গিয়েছে। পাঁচ রাজ্যের ক্ষেত্রেই এই বন্দোবস্ত চালু করেছে নির্বাচন কমিশন। যদিও বাকি চার রাজ্যের কোনোটিই  হিন্দিভাষী নয়।   তবে অন্য রাজ্যের প্রার্থীদের সুবিধার কথা মাথায় রেখে হিন্দি এবং ইংরাজি ভাষাকে মাধ্যম হিসাবে রাখলেও, বাংলা ভাষাকে রাখা হয়নি। যেখানে বাংলায় প্রায় ৯০ শতাংশ মানুষই বাংলাভাষী। সেখানে বাংলার প্রার্থীদের আবেদন করতে হবে  ইংরাজি বা হিন্দিতে।

 

কেন রাখা হয়নি? তাহলে কি বাংলার বাঙালি প্রার্থীদেরকেও অন্য ভাষায় আবেদন করতে হবে। বাঙালিরা কেন বাংলায় আবেদন করতে পারবেন না? নির্বাচন কমিশনের এই একতরফা সিদ্ধান্তে স্বভাবতই ক্ষোভ প্রকাশ করেছেন  সব মহলের মানুষ। কমিশনের কাছে বাংলা জাতীয়তাবাদী সংগঠনের তরফে চিঠি লিখে প্রতিবাদ জানানো হয়েছে। সংগঠনের তরফে জানানো হয়েছে, শুধু  ইংরাজি থাকলে কোনো কথা ছিল না। কিন্তু  হিন্দি কেন? সংগঠনের তরফে জানানো হয়েছে কমিশনকে তিনদিন সময় দেওয়া হয়েছে। তাঁদের দাবি, কমিশন শুধুমাত্র হিন্দি এবং ইংরাজি ভাষা রেখে বাংলা ও বাঙালিকে অপমান করেছেন। বাঙালি জাতির প্রতি এই আচরণ বিদ্বেষমূলক। ই-মেলের মাধ্যমে নির্বাচন কমিশনকে প্রশ্ন করা হয়েছে, তবে কি বাঙালিদের হিন্দি শেখা বাধ্যতামূলক? যদিও নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, কোভিড পরিস্থিতির জন্য  আপাতত পরীক্ষামূলকভাবে অনলাইনে মনোনয়ন পেশ শুরু হয়েছে। সারা দেশের কথা মাথায় রেখে ইংরাজি ও হিন্দি ভাষা রাখা হয়েছে মাধ্যম হিসাবে। ভবিষ্যতে আঞ্চলিক ভাষাকে গুরুত্ব দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

Advt

spot_img

Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...