Saturday, January 31, 2026

হাইভোল্টেজ লড়াই: নন্দীগ্রামে মমতা বনাম শুভেন্দু, ডেবরায় মুখোমুখি ভারতী-হুমায়ুন

Date:

Share post:

প্রত্যাশা মতোই নন্দীগ্রাম থেকে প্রার্থী করা হলো বিজেপি (Bjp) নেতা শুভেন্দু অধিকারীকে (Shubhendu Adhikari)। কথা ছিল মোদির রবিবারের সভার পর প্রার্থী তালিকা ঘোষণা করবে বিজেপি। কিন্তু হঠাৎ করেই শনিবার, সন্ধেয় দিল্লি থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম দু দফার ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। স্বাভাবিকভাবেই সবার নজর ছিল নন্দীগ্রামের (Nandigram) দিকে। কারণ, সেখানে তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। আর তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী করল শুভেন্দু অধিকারীকেই।

তৃণমূলে থাকার সময় শুভেন্দুকে রাজ্য মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, বিভিন্ন সরকারি পদেও ছিলেন শুভেন্দু। কিন্তু পরে দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়। 2020-র শেষেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন কাঁথির অধিকারী পরিবারের মেজো ছেলে। গেরুয়া শিবিরের যোগদান করার পর থেকেই তৃণমূল (Tmc) দল, দলনেত্রী এবং তাঁর পরিবারকে একের পর এক আক্রমণ করতে শুরু করেন শুভেন্দু।

সভা করতে গিয়ে মমতা জানিয়েছিলেন, তিনি নন্দীগ্রাম থেকে লড়বেন। শুক্রবার, আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করা হয় নন্দীগ্রামের প্রার্থী হিসেবে। তারপর থেকেই জল্পনা শুরু হয়, নন্দীগ্রামে শুভেন্দুকেই কি প্রার্থী করছে গেরুয়া শিবির?

আরও পড়ুন- প্রথম দুই দফার প্রার্থী তালিকা ঘোষণা বিজেপির

শুক্রবার, দিল্লিতে প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিক আলোচনা করেন বিজেপি নেতৃত্ব। তারপরেই তৃণমূল ছেড়ে বিজেপিতে (Bjp) যাওয়া আরেক নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় জানান, নন্দীগ্রামেই প্রার্থী হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী। শনিবার, সেই ইচ্ছেতেই সিলমোহর দিল দল।

দু-দফা নির্বাচনের প্রার্থী তালিকায় রয়েছে আরেক চমক। ডেবরায় প্রাক্তন আইপিএস (Ips) ভারতী ঘোষকে (Bharati Ghosh) প্রার্থী করছে বিজেপি। সেখানে তৃণমূলের প্রার্থী আরেক প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীর (Humayun Kabir)। জঙ্গলমহলে থাকার সময় শাসকদলের যথেষ্ট ঘনিষ্ঠ ছিলেন ভারতী। এলাকাতেও যথেষ্ট প্রভাব ছিল তাঁর। 2019 লোকসভা নির্বাচনে ঘাটাল কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেও তৃণমূল প্রার্থী দেবের কাছে হেরে যান তিনি। এবার, ডেবরায় তৃণমূল হুমায়ুন কবীরকে প্রার্থী করার পরে বিজেপি সেখান থেকে ভারতী ঘোষকে প্রার্থী করল। নির্বাচন ঘোষণার কিছুদিন আগেই চাকরিতে ইস্তফা দিয়ে সরাসরি শাসকদলে যোগ দেন হুমায়ুন। দুই প্রাক্তন আইপিএসের লড়াইকে কেন্দ্র করে সরগরম ডেবরা।

ময়না কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দাকে (Ashok Dinda)। ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী সংগ্রাম দলুই (Sangram Dalui)।

Advt

spot_img

Related articles

নাম ভাঙিয়ে সুবিধা চাইলেই ব্যবস্থা, দায়িত্ব নিয়েই পুলিশকে কড়া বার্তা নগরপালের

শুক্রবার দায়িত্ব পেয়েই পরের দিন অর্থাৎ শনিবার বড় নির্দেশ দিলেন নগরপাল সুপ্রতিম সরকার। স্পষ্ট জানিয়ে দিলেন, পুলিশ কমিশনারের...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগ: মাইক্রো অবজার্ভার নিয়োগ নিয়ে কমিশনকে কড়া চিঠি মুখ্যমন্ত্রীর

পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন (SIR) প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও অসাংবিধানিক হস্তক্ষেপের অভিযোগ তুলে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ...

বন্ধ হতে চলেছে টেলিপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’! বাড়ছে জল্পনা

জনপ্রিয়তা থেকে বিতর্ক, বারবার খবরের শিরোনামে থেকেছে জি বাংলার ধারাবাহিক 'চিরদিনই তুমি যে আমার'(Chirodini Tumi Je Aamar)। জিতু...

ভোটার তালিকায় ভুল রুখতে কড়া কমিশন, মাইক্রো অবজার্ভারদের কাঁধে নতুন দায়িত্ব

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে এবার আরও কঠোর অবস্থান নিল নির্বাচন কমিশন। স্পষ্ট জানানো...