Sunday, August 24, 2025

রাজ্যে বিধানসভা নির্বাচেনর আগে হাই কোর্টের রায়ে আপাতত স্বস্তিতে ছত্রধর মাহাতো। ছত্রধরকে হেফাজতে চেয়ে যে মামলা করেছিল এনআইএ, তা শুক্রবার খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। তবে এনআইএ-র আদালতে অনুমতি ছাড়া আগামী ২৪ তারিখ পর্যন্ত রাজ্যের বাইরে যেতে পারবেন না ছত্রধর মাহাতো। এই মামলার পরবর্তী শুনানি ২৪ মার্চ।

রাজধানী এক্সপ্রেস অপহরণ এবং সিপিএম নেতা প্রবীর মাহাতো খুনের ঘটনার তদন্তভার নেয় এনআইএ। এরপর অভিযুক্ত ছত্রধর মাহাতোকে কয়েক দফায় জেরা করে কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা। এরপর ছত্রধরকে নিজেদের হেফাজতে চেয়ে বিশেষ কোর্টে মামলা করে এনআইএ। কিন্তু এনআইএ-র বিশেষ আদালত জানায়, যেহেতু নিম্ন আদালতে ছত্রধর মাহাতো সহ আরও পাঁচজনের জামিন মঞ্জুর করেছে তাই সেখানেই আবেদন করতে হবে। এরপরই ছত্রধরকে নিজেদের হেফাজতে চেয়ে হাইকোর্টের দারস্থ হয় এনআইএ।

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলার শুনানিতে ছত্রধরের আইনজীবী বলেন, সিপিএম নেতা প্রবীর মাহাতো খুনের ঘটনায় ৩০২ ধারায় খুন দেশদ্রোহের মামলা দায়ের করা হয়। ১৩ বছর পর ছত্রধর সহ আরও পাঁচ জনের বিরুদ্ধে ইউপিএ ধারা যোগ করার যৌক্তিকতা কোথায়? অন্যদিকে এনআইএ-র আইনজীবীর বক্তব্য, তাদের দায়ের করা মামলা ম্যাজিস্ট্রেট কোর্টে চলতে পারে না, তা চলবে এনআইএ-র বিশেষ আদালতে বা হাইকোর্টে। দুপক্ষের বক্তব্য শুনে প্রধান বিচারপতি এনআইএ-র আবেদন খারিজ করে দেয়। ফলে আপাতত স্বস্তিতে ছত্রধর মাহাতো।

আরও পড়ুন- রাজ্যে ফেরাবেন বিধান পরিষদ, প্রতিশ্রুতি মমতার

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version