Wednesday, August 27, 2025

বামেদের (CPM) নবান্ন অভিযানে এসে নিখোঁজ হয়ে যাওয়া বাম কর্মীকে অবশেষে পাওয়া গিয়েছে। প্রায় এক মাসের মাথায় বালি স্টেশন থেকে উদ্ধার করা হয়েছে পাঁশকুড়ার এই নিখোঁজ বাম কর্মী দীপক পাঁজাকে (Deepak Panja)। বালি স্টেশন থেকে উদ্ধার হওয়ার সময় তাঁর মানসিক স্থিতি ঠিক ছিল না। বিধ্বস্ত চেহারা ও পোশাকে পাওয়া যায় তাঁকে। আপাতত হাওড়া জেলা সিপিএম-র দলীয় অফিসে তাঁকে রাখা হয়েছে। দ্রুত তাঁকে বাড়ি ফেরানোর তোড়জোড় চলছে।

আরও পড়ুন:তৃণমূলের অভিযোগে ভ্যাকসিনের শংসাপত্র থেকে সরছে মোদি-র ছবি

নবান্ন অভিযানের পর থেকেই নিখোঁজ ছিলেন দীপক পাঁজা। নিখোঁজ হওয়ার অভিযোগ পেয়েই পুলিশ প্রশাসন তৎপর হয়ে ওঠে। হেবিয়াস কর্পাসে মামলাও করা হয়। খতিয়ে দেখা হয় শহরের সমস্ত সিসিটিভি ফুটেজ। তবে কিছুতেই খোঁজ মিলছিল না তাঁর। দীপকের খোঁজে গত ২৮ ফেব্রুয়ারি বামেদের ব্রিগেড সভাতেও চলে এসেছিলেন তাঁর স্ত্রী। যদি খুঁজে পাওয়া যায়, সেই আশায়। রাজ্যের বিভিন্ন এলাকায় নিখোঁজ দীপকবাবুর পোস্টার লাগানো হয়েছিল। সেই পোস্টার চোখে পড়েছিল বালির বাম কর্মী সুখেন দাসের। বালি স্টেশনে ভবঘুরের মত বসে থাকা এক ব্যক্তিকে দেখে সন্দেহ হয় তাঁর। কথা বলার পর বুঝতে পারেন, ইনিই সেই বাম কর্মী দীপক পাঁজা যাঁকে খোঁজা হচ্ছে। এরপর দীপকবাবুকে এনে রাখা হয় হাওড়া জেলা সিপিএম কার্যালয়ে। খবর দেওয়া হয়েছে পাঁশকুড়ায় তাঁর পরিবারকেও।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version