হায়দরাবাদ এয়ারপোর্টে দক্ষিণী অভিনেতা রাম চরণের চরণ পড়তেই উপচে পড়ল ভিড়। সঙ্গে ভক্তদের ভালোবাসা। রাজমুন্ডি থেকে হায়দরাবাদ যাওয়ার পথে হায়দরাবাদ এয়ারপোর্টে পা পড়তেই ভক্তদের উচ্ছ্বাসে জনজোয়ার রাম চরণকে ঘিরে। ভক্তদেরকেও নিরাশ করলেন না রাম চরণ। সেলফি, অটোগ্রাফে ভরিয়ে দিলেন ভক্তদের মন।

আরও পড়ুন-অভিষেকের ৫০ বছরে বিশেষ সম্মান গাভাসকরকে

বিখ্যাত দক্ষিণী অভিনেতা চিরঞ্জীবি-পুত্র রাম চরণ। তাঁর পুরো নাম Konidela Ram Charan Teja। তিনি একাধারে অভিনেতা, প্রযোজক এবং ব্যাবসায়ীও। ২০০৭ থেকে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দক্ষিণী সিনেমার দর্শকদের। পেয়েছেন সীমা, সন্তোষম, ফিল্মফেয়ার-এর মত সম্মানও। ২০২১ এ তাঁর অভিনীত আচার্য, আর আর আর সিনেমা দুটি মুক্তি পেতে চলেছে।
