Sunday, August 24, 2025

সরকারি আধিকারিকদের বাঁশপেটা করুন’, ফের বিতর্কিত বয়ান কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজের

Date:

ফের একবার বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে উঠে এলেন কেন্দ্রীয় মন্ত্রী(central minister) তথা বেগুসারাইয়ের বিজেপি(BJP) সাংসদ গিরিরাজ সিং(Giriraj Singh)। সম্প্রতি বেগুসারাইয়ের এক জনসভায় গিরিরাজ বলেন, ‘যদি কোনও সরকারি আধিকারিক আপনাদের কথা না শোনে তাহলে তাদের বাঁশ দিয়ে মারুন।’ গিরিরাজের এহেন মন্তব্যের পর রীতিমতো বিতর্ক শুরু হয়েছে। গিরিবাজের মন্তব্যের ব্যাপক সমালোচনা করেছে বিহারের বিরোধীদল আরজেডি ও কংগ্রেস।

সম্প্রতি বিহারের বেগুসারাইয়ে কৃষি সম্পর্কিত এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মৎস পালন ও পশুপালন বিভাগের কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। সেখানেই তিনি বলেন, ‘প্রায়শই অভিযোগ ওঠে সরকারি আধিকারিকরা জনতার অভিযোগ কানে তোলেন না। আমি তাদেরকে বলছি, ছোট ছোট বিষয় নিয়ে আমার কাছে কেন আসেন? সাংসদ, বিধায়ক, পঞ্চায়েত প্রধান, ডিএম, এসডিএম, বিডিও… এই সকলের কর্তব্য জনতার সেবা করা। যদি তারা আপনাদের কথা না শোনে তাহলে দু’হাতে বাঁশ তুলুন আর ওদের মাথা লক্ষ্য করে মারুন। যদি তাতেও কাজ না হয় তাহলে আপনারা গিরিরাজের কাছে আসুন।’

আরও পড়ুন:লেগের দ্বিতীয় সেমিফাইনালে নিজের দলকে এগিয়ে রাখছেন হাবাস

উল্লেখ্য, বিহার রাজ্যে বর্তমানে ক্ষমতাসীন দল জেডিইউ এবং বিজেপি জোট। সেখানে বিজেপির একজন কেন্দ্রীয় মন্ত্রীর এহেন মন্তব্যে স্বাভাবিকভাবেই মুখ পড়েছে সরকারের। যদিও গিরিরাজের মন্তব্যে শাসকদল চুপ থাকলেও মুখ খুলেছে বিরোধী আরজেডি। তেজস্বী দলের তরফে টুইটে এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করে জানানো হয়েছে, ‘বিহারে সরকার নয় জঙ্গলরাজ চলছে।’

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-ক পারফরম্যামন্স নিয়ে গর্বিত অভিষেক, দিলের শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...
Exit mobile version