Monday, August 25, 2025

জল্পনা ছিলই। আর তা যে সত্যি হচ্ছে তা বোঝা গিয়েছিল রবিবাসরীয় সকালে উত্তর কলকাতার বাড়ি থেকে নিখাদ বাঙালি পোশাক ধুতি-পাঞ্জাবিতে সেজে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেওয়ায়। ব্রিগেডে পৌঁছে বিজেপিতে যোগ দেন মহাগুরু মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। আর মঞ্চে ভাষণ দিতে গিয়ে একেবারে চেনা ছন্দে পাওয়া গেল তাঁকে। তাঁর জনপ্রিয় দুটি ছবির ডায়লগ “মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে” আর “আমি জলঢোঁড়াও নই, বেলেবোড়াও নই, আমি জাত গোখরো; এক ছোবলে ছবি”- তেই ব্রিগেড মাতালেন মিঠুন।

এদিন কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijaybargya), দিলীপ ঘোষ (Dilip Ghosh), মুকুল রায়ের (Mukul Roy) উপস্থিতিতে বিজেপিতে (Bjp)যোগ দেন মিঠুন চক্রবর্তী। সভায় বক্তব্য রাখতে উঠে মিঠুন বলেন, এদিনটা তাঁর কাছে স্বপ্নের মতো। উত্তর কলকাতায় যে বাড়িটাই তিনি থাকতেন তার ঠিকানা ভালো করে চেনা যেত না বলে জানান বলিউডের সুপারস্টার। তিনি বলেন, কানা গলি থেকে উঠে এসে এই মঞ্চে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য রাখার কথা সেখানে বলতে সুযোগ পাওয়া তাঁর কাছে স্বপ্নের মতো।

এর পরেই জনতার দাবি বুঝে নিজের ছবি “MLA ফাটাকেষ্ট”-র ডায়লগ বলেন মিঠুন- “মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে”। তবে একই সঙ্গে এবার নির্বাচনের জন্য নতুন স্লোগান বেঁধে দেন তিনি। সেটাও তাঁর আরেক জনপ্রিয় ছবির ডায়লগ “আমি জলঢোঁড়াও নই, বেলেবোড়াও নই, আমি জাত গোখরো; এক ছোবলেই ছবি”।

মিঠুন চক্রবর্তী বলেন, “আমি গর্বিত আমি বাঙালি”। আর সেই কারণে বাঙালির অধিকারের জন্য তিনি লড়াই করবেন বলেও জানান মহাগুরু।

Related articles

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...
Exit mobile version