Saturday, August 23, 2025

বড়বাজারের বহুতলে বিধ্বংসী আগুন, এখানেই রয়েছে পূর্ব রেলের সদর দফতর

Date:

ফের একবার বিধ্বংস অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো শহরের বুকে। সোমবার সন্ধ্যে ৬.১৫ নাগাদ স্ট্র্যান্ড রোডের(strand road) নিউ কয়লাঘাট বিল্ডিংয়ের ১৩ তলায় আগুন লাগে। আগুন নেভাতে ইতিমধ্যই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের(fire brigade) ১০টি ইঞ্জিন। তবে ১৩ তলায় আগুন লাগায় কাজ শুরু করতে বেশ কিছুক্ষণ সময় লেগে যায় দমকল কর্মীদের। এই বহুতলেই রয়েছে পূর্ব রেলের সদর দফতর(Eastern railway head office)।

দমকল সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে, যে বিল্ডিংটিতে আগুন লেগেছে সেখানে সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশনের বিপুল পরিমাণ দাহ্য পদার্থ রয়েছে। সেখান থেকেই আগুন লাগতে পারে বলে অনুমান করা হচ্ছে। এতোখানি উঁচুতে আগুন লাগায় হাওয়ার সাহায্য নিয়ে মুহূর্তে দাউদাউ করে ছড়িয়ে পড়ে আগুন। অগ্নিকাণ্ডের জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বন্ধ করে দেওয়া হয়েছে স্ট্র্যান্ড রোড। জোর কদমে আগুন নেভানোর কাজ ইতিমধ্যে শুরু হয়েছে বলে জানা গিয়েছে দমকল সূত্রে।

আরও পড়ুন:‘বিশ্ব নারী দিবসে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলাম’, বিজেপিতে যোগদানের পর বললেন তনুশ্রী

উল্লেখ্য, বিভিন্ন দফতরের শীর্ষ কর্তাদের অফিস এখানে। এর মধ্যে রয়েছে আরপিএফ, আইজি, চিফ ফিনান্স কমিশনার, চিফ সিগন্যাল এন্ড টেলিকমিউনিকেশন, দক্ষিণ-পূর্ব রেলের চিফ কমার্শিয়াল ম্যানেজার-সহ বিভিন্ন বিভাগের শীর্ষকর্তাদের অফিস। এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ রেলের রিজার্ভেশনের মূল দফতরটিও এখানে। ফলে যাত্রী ও কর্মীদের বড় সংখ্যার মানুষজন বিল্ডিংটিতে ছিলেন। ফলে আগুন লাগার সঙ্গে সঙ্গে ব্যাপক আতঙ্ক ছড়ায় মানুষের মধ্যে। অগ্নিকাণ্ডের জেরে বিল্ডিংয়ের নিচে কার পার্কিং স্পেসে বেশকিছু গাড়িরও ক্ষতি হয়েছে বলে খবর।

Related articles

WB NEET UG 2025-এ ভর্তির সংশোধিত সময়সূচি ঘোষণা, জেনে নিন কবে কাদের ভর্তি

ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি(WB NEER UG) ২০২৫-এর ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে শীঘ্রই। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য শিক্ষা (WB Health and...

ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে দেশে, এসআইআর নিয়ে তোপ অমর্ত্য সেনের

এসআইআর-র(SIR) নামে ভোটাধিকার কেড়ে নেওয়া যায় না। এই এসআইআর কিছুটা ভালো করার অজুহাতে বড় রকমের ক্ষতি করার চক্রান্ত।...

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...
Exit mobile version