Saturday, August 23, 2025

বিশ্ব টেস্ট ক্রিকেটের ফাইনালে ওঠার পরেই আইসিসির বিরুদ্ধে সরব হলেন দলের কোচ রবি শাস্ত্রী। তিনি সাফ জানিয়েছেন, হঠাৎ করেই আইসিসির এই নিয়ম পরিবর্তন মেনে নেওয়া যায় না । তার স্পষ্ট কথা , করোনা পরিস্থিতির জেরে হঠাৎ করেই যেভাবে আইসিসি সমস্ত নিয়মকানুন বদলে দিয়েছিল তারপরে সবথেকে বেশি বিপদে পড়েছিলাম আমরা অর্থাৎ ভারতীয় দল। সেই সময় অন্য অনেকের চেয়ে ভারতের পয়েন্ট বেশি থাকলেও আইসিসির নিয়ম বদলের কারণে তিন নম্বরে নেমে গিয়েছিল ভারত। যা কখনোই মেনে নেওয়া যায় না । তবুও সব বাধা-বিপত্তি পেরিয়ে শেষ পর্যন্ত ফাইনালে উঠেছে ভারত এবং তার জন্য পুরো কৃতিত্বটাই ক্রিকেটারদের দিয়েছেন ভারতীয় দলের কোচ। এবং আইসিসির এই তুঘলকি মনোভাব যাতে আগামী দিনে ফের না সামনে আসে সে জন্য ইতিমধ্যেই সরব হয়েছেন তিনি ।

এক নজরে দেখে নিন নতুন নিয়ম-

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত লিগ ম্যাচগুলি ড্র হলে বা টাই হলে পয়েন্ট ভাগ করে দেওয়া হতো। এখন প্রশ্ন হল, যদি ফাইনাল ম্যাচ ড্র হয়, তবে কাদের হাতে ট্রফি উঠবে? দেখে নেওয়া যাক আইসিসির নিয়ম কী বলছে।

# টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ড্র হলে বা টাই হলে ভারত ও নিউজিল্যান্ড, উভয় দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করবে আইসিসি।

# রিজার্ভ ডে রাখা হলেও তা টাই-ব্রেকার বা ফুটবলের ধাঁচে অতিরিক্ত সময়ে ম্যাচের নিস্পত্তির জন্য ব্যবহার করা যাবে না।
যদি প্রাকৃতিক বা অন্য কোনও কারণে নেট প্লেয়িং টাইমের কোটা পূর্ণ করা না যায়, একমাত্র তখনই ম্যাচ রিজার্ভ ডে বা ষষ্ঠ দিনে গড়াবে।

# নেট প্লেয়িং টাইম হল আইসিসি নির্ধারিত খেলার নূন্যতম সময়। পাঁচদিনে ৬ ঘণ্টা করে মোট ৩০ ঘণ্টা নেট প্লেয়িং টাইম নির্ধারণ করা হয়েছে আইসিসির তরফে।

১৮ থেকে ২২ জুন পর্যন্ত লর্ডসে খেলা হওয়ার কথা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ। খেতাবি লড়াইয়ে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version