Wednesday, May 14, 2025

রাফাল যুদ্ধবিমান প্রস্তুতকারক সংস্থা দাসোর মালিক প্রাণ হারালেন হেলিকপ্টার দুর্ঘটনায়

Date:

ভারতের বহুচর্চিত যুদ্ধবিমান রাফালের প্রস্তুতকারক ফরাসি সংস্থা দাসোর অন্যতম কর্ণধার প্রাণ হারালেন হেলিকপ্টার দুর্ঘটনায়। ফরাসি এই কোটিপতি তথা রাজনীতিবিদ অলিভিয়ের দাসো (Olivier Dassault) রবিবার উত্তর ফ্রান্সের ডিউভিলের কাছে নরম্যান্ডিতে ছুটি কাটাতে যাচ্ছিলেন। অবসর কাটানোর জন্য সেখানে তাঁর একটি ফার্ম হাউস রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, যে হেলিকপ্টারে দাসো যাচ্ছিলেন সেটি ভেঙেই মর্মান্তিক মৃত্যু হয়েছে তাঁর। হেলিকপ্টারের চালকও মারা যান। হেলিকপ্টারে তাঁরা শুধু দুজনই ছিলেন বলে খবর।

ভারতীয় বায়ুসেনার বহুচর্চিত ও বিতর্কিত রাফাল যুদ্ধবিমান তৈরি করে ফরাসি সংস্থা দাসোই। এছাড়া বিখ্যাত সংবাদপত্র “লে ফিগারো”ও (Le Figaro) রয়েছে দাসোর মালিকানায়। ফ্রান্সের পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার ৬৯ বছরের অলিভিয়ের দাসো একাই হেলিকপ্টারে চেপে নরম্যান্ডির হলিডে হোমে যাচ্ছিলেন। সন্ধে ৬টা নাাগদ অবতরণের আগে আচমকা হেলিকপ্টারটি ভেঙে পড়ে। চালক ও অলিভিয়ের দাসো-দুজনেই মারা যান। প্রাথমিক তদন্তে যান্ত্রিক গোলযোগই কপ্টার ভাঙার কারণ বলে অনুমান। তবে এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। ফ্রান্সের (France) অন্যতম ধনী পরিবার দাসো বিশ্বের ধনীদের তালিকায় ৩৬১তম রয়েছেন। ২০২০ সালের ফোর্বস পত্রিকার তালিকা অনুযায়ী, অলিভিয়ারের সম্পত্তির পরিমাণ প্রায় ৬০০ কোটি ইউরো। দুর্ঘটনার খবর শুনে শোকপ্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ (Emmanuel Macron)। তিনি টুইটে লেখেন, অলিভিয়ের দাসো ফ্রান্সকে গভীরভাবে ভালবাসতেন। তিনি ছিলেন এক বৃহৎ শিল্পপ্রতিষ্ঠানের অধিনায়ক, স্থানীয় সাংসদ ও বায়ুসেনার রিজার্ভ কমান্ড্যার। নিজের গোটা জীবন ধরে তিনি দেশের সেবায় কাজ করে গিয়েছেন। দাসোর মৃত্যুকে ‘বিরাট ক্ষতি’ উল্লেখ করে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান ফ্রান্সের প্রেসিডেন্ট।

Related articles

সন্ত্রাসবাদ রোখার সময় শান্তি চেয়ে পথে! বাম মিছিলে ইন্দিরা-স্তূতি

গোটা দেশ একজোট হয়ে সন্ত্রাসবাদের মোকাবিলায় সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে সমর্থনের পথে গিয়েছে সিপিআইএম (CPIM) কেন্দ্রীয়...

আন্টি ও মনে হয় আর নেই: আকুল হয়ে রিঙ্কুকে ফোন করেন প্রীতমের বান্ধবী

যে ফোনটি পেয়ে উদভ্রান্তের মতো ছুটে গিয়েছিলেন সৃঞ্জয় দাশগুপ্তর মা রিঙ্কু মজুমদার, সেটি করেছিলেন তাঁর বান্ধবী। ফোনে তিনি...

রাজ্যের পরিবহনে নতুন দিশা! à§§ কোটিরও বেশি যাত্রা সম্পূর্ণ ‘যাত্রী সাথী’র  

রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হওয়া অ্যাপ-নির্ভর ক্যাব পরিষেবা ‘যাত্রী সাথী’ ইতিমধ্যেই ১ কোটিরও বেশি সফল যাত্রা সম্পূর্ণ করেছে।...

রেকর্ড রূপান্তরকামীদের! সিবিএসই দশম-দ্বাদশের ফল প্রকাশ, এগিয়ে মেয়েরাই 

একইসঙ্গে প্রকাশিত হল সিবিএসই দশম ও দ্বাদশের ফল। পরীক্ষা শেষ হওয়ার ৩৯ দিনের মাথায় প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড...
Exit mobile version