Thursday, November 13, 2025

রাফাল যুদ্ধবিমান প্রস্তুতকারক সংস্থা দাসোর মালিক প্রাণ হারালেন হেলিকপ্টার দুর্ঘটনায়

Date:

ভারতের বহুচর্চিত যুদ্ধবিমান রাফালের প্রস্তুতকারক ফরাসি সংস্থা দাসোর অন্যতম কর্ণধার প্রাণ হারালেন হেলিকপ্টার দুর্ঘটনায়। ফরাসি এই কোটিপতি তথা রাজনীতিবিদ অলিভিয়ের দাসো (Olivier Dassault) রবিবার উত্তর ফ্রান্সের ডিউভিলের কাছে নরম্যান্ডিতে ছুটি কাটাতে যাচ্ছিলেন। অবসর কাটানোর জন্য সেখানে তাঁর একটি ফার্ম হাউস রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, যে হেলিকপ্টারে দাসো যাচ্ছিলেন সেটি ভেঙেই মর্মান্তিক মৃত্যু হয়েছে তাঁর। হেলিকপ্টারের চালকও মারা যান। হেলিকপ্টারে তাঁরা শুধু দুজনই ছিলেন বলে খবর।

ভারতীয় বায়ুসেনার বহুচর্চিত ও বিতর্কিত রাফাল যুদ্ধবিমান তৈরি করে ফরাসি সংস্থা দাসোই। এছাড়া বিখ্যাত সংবাদপত্র “লে ফিগারো”ও (Le Figaro) রয়েছে দাসোর মালিকানায়। ফ্রান্সের পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার ৬৯ বছরের অলিভিয়ের দাসো একাই হেলিকপ্টারে চেপে নরম্যান্ডির হলিডে হোমে যাচ্ছিলেন। সন্ধে ৬টা নাাগদ অবতরণের আগে আচমকা হেলিকপ্টারটি ভেঙে পড়ে। চালক ও অলিভিয়ের দাসো-দুজনেই মারা যান। প্রাথমিক তদন্তে যান্ত্রিক গোলযোগই কপ্টার ভাঙার কারণ বলে অনুমান। তবে এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। ফ্রান্সের (France) অন্যতম ধনী পরিবার দাসো বিশ্বের ধনীদের তালিকায় ৩৬১তম রয়েছেন। ২০২০ সালের ফোর্বস পত্রিকার তালিকা অনুযায়ী, অলিভিয়ারের সম্পত্তির পরিমাণ প্রায় ৬০০ কোটি ইউরো। দুর্ঘটনার খবর শুনে শোকপ্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ (Emmanuel Macron)। তিনি টুইটে লেখেন, অলিভিয়ের দাসো ফ্রান্সকে গভীরভাবে ভালবাসতেন। তিনি ছিলেন এক বৃহৎ শিল্পপ্রতিষ্ঠানের অধিনায়ক, স্থানীয় সাংসদ ও বায়ুসেনার রিজার্ভ কমান্ড্যার। নিজের গোটা জীবন ধরে তিনি দেশের সেবায় কাজ করে গিয়েছেন। দাসোর মৃত্যুকে ‘বিরাট ক্ষতি’ উল্লেখ করে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান ফ্রান্সের প্রেসিডেন্ট।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version