নন্দীগ্রামে শুভেন্দু’র মনোনয়ন দাখিলে সঙ্গী হবেন স্মৃতি ইরানি, ধর্মেন্দ্র প্রধান

প্রত্যাশা এমনই ছিলো৷

তৃণমূল এবং বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পর প্রধান দু’পক্ষের তৎপরতা দেখে স্পষ্ট হচ্ছে,একুশের ভোটের সব আলো শুষে নেবে ওই নন্দীগ্রাম- ই (Nandigram)৷ কারন, নন্দীগ্রামে এবার সমুখসমরে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamara Banerjee) এবং শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)৷

এই হাই-ভোল্টেজ লড়াইয়ে তেতে উঠেছে নন্দীগ্রাম ৷ একদিকে মুখ্যমন্ত্রীর জন্য হেলিপ্যাড এবং কপ্টার৷ অন্যদিকে শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা দেওয়ার সময় পাশে থাকবেন দুই কেন্দ্রীয় মন্ত্রী ৷ এক রাজ্যের একটিমাত্র বিধানসভা কেন্দ্রের মনোনয়ন জমা দেওয়ার মিছিলে দুই কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতির নজির সাম্প্রতিককালে সারা দেশে নেই৷

আগামী বুধবার, ১০ মার্চ মনোনয়ন দাখিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৪৮ ঘন্টা পর, শুক্রবার, ১২ মার্চ শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন-বড়বাজারের বহুতলে বিধ্বংসী আগুন, এখানেই রয়েছে পূর্ব রেলের সদর দফতর

সোমবার রাজ্য বিজেপি জানিয়েছে, নন্দীগ্রামে দলের প্রার্থী শুভেন্দু অধিকারী মনোনয়ন জমা দেবেন ১২ তারিখ। বিজেপি জানিয়েছে, ওই দিন মনোনয়ন পেশের আগে শুভেন্দুর সমর্থনে বিশাল মিছিল হবে৷ মিছিলে অংশ নেবেন কেন্দ্রের দুই মন্ত্রী। এখনও পর্যন্ত যা খবর, ওই মিছিলে থাকবেন স্মৃতি ইরানি (Smriti Irani) এবং ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)।

কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আগেও হলদিয়ায় নরেন্দ্র মোদির সভার আগেই পূর্ব মেদিনীপুর জেলায় এসে ছিলেন। আর হাওড়ার ডুমুরজলায় অমিত শাহের পরিবর্তে এসেছিলেন স্মৃতি ইরানি। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ই-স্কুটার চালিয়ে নবান্নে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা। স্মৃতিও তার পাল্টা বাংলায় এসে স্কুটার চালিয়েছিলেন৷

শুভেন্দুর মনোনয়ন দাখিল পর্বকে আরও ওজনদার করার জন্যই ধর্মেন্দ্র ও স্মৃতিকে বিজেপি হাজির করাতে চাইছে৷

Previous articleআইসিসির বিরুদ্ধে তোপ দাগলেন রবি শাস্ত্রী
Next articleস্ত্রী লাভলি ভোটের প্রার্থী, স্বামী সৌম্যকে SP-র পদ থেকে সরাতে চলেছে কমিশন