Sunday, May 4, 2025

নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত গ্রেফতার করা যাবে না ভারতীকে, নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

স্বস্তিতে প্রাক্তন আইপিএস (IPS) অফিসার তথা বিজেপির (BJP) প্রার্থী ভারতী ঘোষ (Bharat Ghosh)। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ভারতী ঘোষকে গ্রেফতার করা যাবে না নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ভারতীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এরপরই দেশের শীর্ষ আদালতে দ্বারস্থ হন প্রাক্তন আইপিএস অফিসার। রাজ্য পুলিশের গ্রেফতারির নির্দেশের স্টে অর্ডার পাওয়ার জন্যই তিনি সর্বোচ্চ আদালতে গিয়েছিলেন। মঙ্গলবার এই আবেদনের প্রেক্ষিতেই সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী নিদেশ দেয়।

আরও পড়ুন-পাখির চোখ নির্বাচন: ‘দিদি’র মোকাবিলায় ‘মোটাভাই’ হলেন ‘মোদিদাদা’

২০১৯-এর লোকসভা নির্বাচনে ঘাটালের প্রার্থী ছিলেন ভারতী ঘোষ। ওই বছরের ১২ মে তাঁর বিরুদ্ধে কেশপুর থানায় এফআইআর দায়ের করা হয়েছিল। খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় ভারতীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। ভারতী ঘোষের অভিযোগ, ২০১৯-এর ১৯ ফেব্রুয়ারি তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল। তাঁর আর অভিযোগ তাঁকে হয়রানি করতে FIR-গুলিকে গোপন রাখা হয়েছিল।

প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। এরপর ভারতী ঘোষের আইনজীবী সমীর কুমার গ্রেফতারি পরোয়ানা স্থগিত এবং এফআইআর খারিজের আবেদন জানান সুপ্রিম কোর্টে। সোমবার মামলাটি গ্রহণ করেছিল বিচারপতি ইউইউ ললিত এবং কেএম জোসেফের ডিভিশন বেঞ্চ। শুনানির দিন স্থির হয় মঙ্গলবার। এদিন সকালে সুপ্রিম কোর্ট, নির্দেশে জানিয়ে দেয় ভারতী ঘোষকে এখনও গ্রেফতার করা যাবে না। বিধানসভা নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই নির্দেশ বলবত থাকবে। আসন্ন বিধানসভা নির্বাচনে এবার ভারতী ঘোষ পশ্চিম মেদিনীপুরের ডেবরা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী।

Related articles

অন্যায়ভাবে বরখাস্ত! প্রধানমন্ত্রীর কাছে আবেদন CRPF মুনিরের

সিআরপিএফ জওয়ানকে চাকরি থেকে বরখাস্ত করতে যে তথ্য সিআরপিএফ কর্তৃপক্ষ দিয়েছেন, তা সবই মিথ্যা। এমনই চাঞ্চল্যকর দাবি সামনে...

শেষ বলে রুদ্ধশ্বাস জয় নাইটদের, লিগ টেবিলে উঠে এল ছয় নম্বরে

রুদ্ধ্বশ্বাস ম্যাচ। বড় রান করেও সহজ জয় পেল না কলকাতা নাইট রাইডার্স(KKR)। খেলা গড়াল শেষ ওভার পর্যন্ত। সেখানেই...

হাতে তৈরি পেনের সম্ভার! শতাব্দী প্রাচীন ইতিহাস মনে করালো পেন উৎসব ২০২৫

বাঁশ বা খাগের শলাকা কেটে পেন বানিয়ে কালিতে ডুবিয়ে লেখার ইতিহাস তৈরি করেছিলেন প্রাচীন মিশরের (Egypt) মানুষ। আজ...

জেলেই চিন্ময়! অনির্দিষ্টকালের জন্য় পিছোলো জামিন শুনানি

বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে জেলে রেখেই কী সংখ্যালঘু প্রতিবাদীদের বার্তা দিতে চাইছে মহম্মদ ইউনূস প্রশাসন, রবিবার সেই...
Exit mobile version