Saturday, August 23, 2025

কেরলের ক্ষমতায় ফিরছে বামেরা, কংগ্রেস পিছিয়ে, প্রায় মুছে যাচ্ছে বিজেপি, ইঙ্গিত সমীক্ষায়

Date:

তাহলে কি আরও একবার ধাক্কা খেতে চলেছে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ‘ইমেজ’?

২০১৯-এর লোকসভা নির্বাচনের ফল রাহুলের (RAHUL GANDHI) গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলো৷ সেই প্রশ্নের উত্তর দিতে কেরলের বিধানসভা ভোটকে (Kerala Assembly Election 2021) হাতিয়ার করেছেন ওই রাজ্য থেকে নির্বাচিত কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ৷ কেরলের সাংসদ হওয়ার কারনে ওই রাজ্যে দলকে ক্ষমতায় আনার অনেকখানি দায় রাহুল গান্ধীর৷ তাছাড়া নিজের তলিয়ে যাওয়া ইমেজ ভাসিয়ে তোলার বিষয়েও কেরলের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ রাহুলের কাছে৷

কিন্তু Times Now- CVoter-এর সমীক্ষা রিপোর্ট, পথে বসিয়েছে কংগ্রেস তথা রাহুল গান্ধীকে৷ ওই সমীক্ষা বলছে, কেরলে ফের বইতে চলেছে লাল-ঝড়৷

প্রাক নির্বাচনী ওই সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছে, হাত এবং পদ্মকে প্রায় মুছে দিয়ে দুই- তৃতীয়াংশ গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরতে চলেছেন বামেরা, পিনারাই বিজয়নের হাত ধরে (Pinarayi Vijayan)৷ বলা হয়েছে চার দশকের ‘মিথ’ খান খান করে এই প্রথমবার কেরালার মসনদে হচ্ছে না পালাবদল।

সমীক্ষা জানিয়েছে, ১৪০ আসনের কেরালার বিধানসভায় ম্যাজিক ফিগার ৭১। আর ৭১-এর থেকে অনেক এগিয়ে, কমপক্ষে ৮২টি আসন দখল করতে চলেছে সিপিএম নেতৃত্বাধীন LDF-জোট৷ এই লড়াইয়ে বহু পিছিয়ে কংগ্রেস। সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছে, কংগ্রেসের নেতৃত্বাধীন UDF পেতে পারে মাত্র ৫৬টি আসন।
২০১৬-র নির্বাচনে ৪৭টি আসন পায় কংগ্রেস ৷ ‘ সমীক্ষায় ইঙ্গিত, কংগ্রেসের ক্ষমতায় ফেরার আশা প্রায় নেই৷

পাশাপাশি বলা হয়েছে, কেরলে বিজেপি বহু যোজন পিছিয়েই থাকবে। মোদি-শাহের দল পেতে পারে ৩ থেকে ৭টি আসন।

পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে পিনারাই বিজয়ন অনেক এগিয়ে। প্রায় ৪২.৩ শতাংশ মানুষ তাঁকেই আবার মুখ্যমন্ত্রীর আসনে দেখতে চান৷ বিজয়নের পরেই আছেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী উমান চণ্ডী। ১৮ শতাংশ নাগরিক তাঁকেই মুখ্যমন্ত্রী চান।

তবে এই সমীক্ষায় উঠে এসেছে বেশ গুরুত্বপূর্ণ
তথ্য৷ কেরালার ৫৫.৮ শতাংশ মানুষ রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান৷ আর মাত্র ৩১.৯ শতাংশ মানুষ নরেন্দ্র মোদিকে এই পদের যোগ্য মনে করেন।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version