Tuesday, August 26, 2025

বাংলায় একুশের ভোট (WB assembly election 2021) ৮ দফায় ভোট কেন? এই সিদ্ধান্তে সংবিধান লঙ্ঘিত হয়েছে৷

এই অভিযোগের ভিত্তিতে রুজু করা জনস্বার্থ মামলা (PIL) মঙ্গলবার খারিজ করে দিলো সুপ্রিমকোর্ট (Supreme Court)।
সুপ্রিম কোর্টে এই জনস্বার্থ মামলাটি করেছিলেন আইনজীবী এম এল শর্মা। শীর্ষ আদালতে পেশ করা হলফনামায় তিনি বলেছিলেন, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের ফলে সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদ ও ২১ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘিত হচ্ছে। তাঁর বক্তব্য, “এমন কোনও আইন নেই যে আইনের ভিত্তিতে নির্বাচন কমিশন ৫ রাজ্যে ভোটগ্রহণের বিষয়ে নিজের ইচ্ছেমতো সিদ্ধান্ত নিতে পারে। অন্য রাজ্যে যেখানে মূলত ১ দফাতেই ভোট হচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গে ৮ দফায় কেন? যেখানে পশ্চিমবঙ্গে কোনও সন্ত্রাসবাদীদের হামলা হয়নি বা যুদ্ধবিধ্বস্তও নয়। এটা স্পষ্টতই সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদের লঙ্ঘন।

এদিন এই আবেদন সরাসরি খারিজ করেছেন দেশের প্রধান বিচারপতির বেঞ্চ৷ এবং আবেদনকারীকে পরামর্শ দিয়েছেন, ইচ্ছা থাকলে হাইকোর্টে গিয়ে মামলা করার ৷ প্রধান বিচারপতি বলেছেন, “আমরা এ বিষয়ে হস্তক্ষেপ করতে পারি না”৷এদিন সুপ্রিম কোর্টে দেশের নির্বাচন কমিশনের তরফে উপস্থিত ছিলেন বর্ষীয়ান আইনজীবী হরিশ সালভে।
পাশাপাশি, নির্বাচনী প্রচারে ‘জয় শ্রী রাম’ স্লোগানের ব্যবহার নিয়েও অভিযোগ এনেছিলেন ওই আবেদনকারী৷ এ প্রসঙ্গে সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, এই ইস্যুতেও চাইলে মামলাকারী হাইকোর্টে যেতে পারেন।

 

Related articles

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...

জারি উন্নয়ন, তবু ভোট কম কেন? দক্ষিণ দিনাজপুর-জঙ্গিপুর বৈঠকে প্রশ্ন তুলে বার্তা অভিষেক

বিধানসভা ভোটকে নজরে রেখে জেলাওয়ারি বৈঠক করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার, দক্ষিণ...

জয়ের ধারা অব্যাহত জর্জের বিরুদ্ধেও, লিগ টেবলে শীর্ষস্থান শক্তিশালী করল ইস্টবেঙ্গল

মঙ্গলবার কলকাতা লিগে ইস্টবেঙ্গল(Eastbengal) ৪-০ গোলে হারাল জর্জ টেলিগ্রাফকে(George Telegraph)। টানা তিনটি ম্যাচে জয় পাওয়ায় গ্রুপ এ-তে ইস্টবেঙ্গলই...

কৃষ্ণনগরে ছাত্রী খুনে এখনও অধরা অভিযুক্ত, পুলিশের হাতে ঘটনার পরমুহূর্তের ছবি!

কৃষ্ণনগরে বাড়িতে ঢুকে গুলি করে ছাত্রীকে খুনের ঘটনায় এখনও অধরা অভিযুক্ত প্রেমিক দেশরাজ সিং (Deshraj Singh)। উত্তরপ্রদেশের গোরখপুর...
Exit mobile version