Thursday, December 4, 2025

জখম মমতা: SSKM হাসপাতালে রাজ্যপালকে “গো ব্যাক” স্লোগান, জেলায় জেলায় বিক্ষোভ তৃণমূলের

Date:

Share post:

মনোনয়ন জমা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই পায়ে, ঘাড়ে ও কোমরে গুরুতর চোট পান মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রিন করিডর করে তড়িঘড়ি তাঁকে নন্দীগ্রাম থেকে কলকাতার SSKM হাসপাতালে নিয়ে আসা হয়। মমতার জখম হওয়ার খবর শুনে আগেই SSKM চত্বরে হাজির হয়ে যান তৃণমূলের শীর্ষনেতারা। মুহূর্তে মধ্যে হাসপাতাল চত্বর চলে যায় তৃণমূল কর্মী-সমর্থকদের দখলে। প্রত্যেকের চোখে মুখে ছিল উদ্বেগের ছাপ। এরপর মুখ্যমন্ত্রীকে হাসপাতালে নিয়ে আসতেই তাঁর নামে জয়ধ্বনি দিয়ে থাকেন সমর্থকরা। স্ট্রেচারে চাপিয়ে নিয়ে যাওয়া হয় হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের ভিভিআইপি কেবিনে। আগে থেকেই সেখানে হাজির ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কিছুক্ষণের মধ্যেই সেখানে হাজির হন রাজ্যপাল জগদীপ ধনকড়। তাঁকে দেখেই বিক্ষোভ ফেটে পড়েন তৃণমূল সমর্থকরা। “গো ব্যাক” স্লোগান দেওয়া হয়। যদিও নিরাপত্তারক্ষীরা রাজ্যপালকে নিরাপদে নিয়ে যান ও হাসপাতাল থেকে বের করে নিয়ে যান।

অন্যদিকে, দলনেত্রীর জখমের খবর পেয়েই জেলায় জেলায় বিক্ষোভ শুরু করে তৃণমূল সমর্থকরা। কিছু কিছু জায়গায় পথ অবরোধ করা হয়। বিজেপির বিরুদ্ধে স্লোগান ওঠে। তৃণমূল সমর্থকদের বক্তব্য, নন্দীগ্রামে নিশ্চিত হার জেনে মুখ্যমন্ত্রীর উপর এটা পরিকল্পিত হামলা।

এই ঘটনা রাজ্যের গণ্ডি ছাড়িয়ে জাতীয় রাজনীতিতেও তোলপাড় শুরু হয়েছে। অখিলেশ যাদব, তেজস্বী যাদব, অরবিন্দ কেজরিওয়াল এই ঘটনার তীব্র নিন্দা করেন। মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁরা।

এদিকে SSKM হাসপাতাল সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর প্রয়োজনীয় সব পরীক্ষা করা হচ্ছে। জানা যাচ্ছে, তাঁর এমআরআই করা হতে পারে। করা হবে অন্যান্য ব্লাড টেস্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্য়াল টিমে রয়েছেন অর্থোপেডিক, কার্ডিওলাজি ও মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা।

আরও পড়ুন- মমতার গুরুতর আঘাত নিয়ে জেলা প্রশাসনের রিপোর্ট তলব নির্বাচন কমিশনের

Advt

spot_img

Related articles

অমানবিক! অভিযোগ অসুস্থ BLO-র স্ত্রীকে দিয়েই কাজ করাল কমিশন

নির্মমতার চূড়ান্ত নিদর্শন! শারীরিক প্রতিবন্ধকতার কথা জানিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) কাছে SIR-এর কাজ থেকে অব্যাহতি চেয়েছিলেন কিন্তু...

স্কুল পড়ুয়াদের নিরাপত্তায় নতুন কড়াকড়ি, কঠোর নিয়ম আনছে পরিবহন দফতর 

রাজ্যের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক পুলকার দুর্ঘটনায় উদ্বেগ বেড়েছে প্রশাসনের শীর্ষমহলে। এর পরেই স্কুলবাহি গাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর...

‘চাকরি খেতে’ ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের যাওয়ার ভাবনা সিপিএম-বিজেপির! ধুয়ে দিলেন কুণাল

প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguli) রায় খারিজ করে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রেখেছে কলকাতা হাই...

লক্ষ্য শ্রীলঙ্কা সিরিজ, পুলিশের চাকরিতে যোগ দিয়েই অনুশীলন শুরু রিচার

বিশ্বকাপজয়ের উদযাপন শেষ। বৃহস্পতিবার থেকে অনুশীলন শুরু করে দিলেন রিচা ঘোষ(Richa Ghosh)। বুধবারই রাজ্য পুলিশের ডিএসপি পদে যোগ...