ইংল্যান্ডের( england) বিরুদ্ধে প্রথম টি-২০( t-20) ম্যাচে অনিশ্চিত টি নটরাজন( t natarajan)। ভারতের এই বাঁহাতি পেসার এখনও চোট মুক্ত নন, বুধবার এমনটাই জানানো হয়েছে জাতীয় অ্যাকাডেমির পক্ষ থেকে। শুধু প্রথম ম্যাচই নয়, গোটা টি-২০ সিরিজেও নটরাজন না পাওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে।

এই মুহূর্তে নটরাজন বেঙ্গালুরুতে জাতীয় অ্যাকাডেমিতে রিহ্যাবে রয়েছেন। শুক্রবারের ম্যাচে যে তাঁকে পাওয়া যাবে না তা এক প্রকার স্পষ্ট। টি-২০ সিরিজে পাওয়া যাবে কি না, এখনও জানা যায়নি। হাঁটু এবং কাঁধে চোট রয়েছে নটরাজনের। টি২০ সিরিজে ১৯ জনের দলে রয়েছেন টি নটরাজন। এখন দেখার কি ব্যবস্থা নেয় জাতীয় নির্বাচকরা।
আরও পড়ুন: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় জুভেন্তাসের
