Saturday, August 23, 2025

রীতি মেনেই পালিত হবে শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথি, সাধারণের জন্য এবারও বন্ধ বেলুড়

Date:

১৫ মার্চ শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথি দিবস। বরাবরের মতোই রীতি মেনে হবে সমস্ত পুজো-অনুষ্ঠান তবে ভক্তদের জন্য বন্ধই থাকবে বেলুড় মঠ। প্রেস বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানল বেলুড় মঠ কর্তৃপক্ষ। করোনাভাইরাসের কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে,

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৫ মার্চ মঠের অভ্যন্তরে শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথির অনুষ্ঠান তাদের রীতিনীতি অনুযায়ী পালিত হবে। কিন্তু ভক্তদের জন্য বন্ধই থাকছে মঠের দরজা। তবে ওই দিনের পূজানুষ্ঠান, অন্যান্য অনুষ্ঠান ও বিকেলে অনুষ্ঠাতব্য ধর্মসভার বক্তব্য সামাজিক মাধ্যমে সম্প্রচারিত হবে। অতিমারির কারণেই ২১ মার্চও সাধারণ উত্‍সব অনুষ্ঠিত হবে না। ওই দিন‌ও বন্ধ থাকবে বেলুড়। প্রতিবারের মতো এবারেও শ্রদ্ধা ও গাম্ভীর্যের সঙ্গে পুজো-অর্চনা করা হবে। কেবলমাত্র মঠের সন্ন্যাসীরাই সেখানে থাকবেন। বেলুড় মঠের মন্দিরের ভিতরে এবং মঠ-সংলগ্ন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও পুজো হবে প্রতিবারের মতোই। বেলুড়মঠের পুজো দেখা যাবে ইউটিউব চ্যানেলে। সেক্ষেত্রে বেলুড়মঠের নিজস্ব ওয়েবসাইট থেকে ইউটিউবে লিঙ্কটি দেওয়া হবে।

আরও পড়ুন-বাংলায় জয় নিশ্চিত, বিজেপির সংসদীয় কমিটির বৈঠকে দাবি নরেন্দ্র মোদির

গত বছরের ২৫ মার্চ করোনা এবং লকডাউনের কারণে বন্ধ হয়েছিল বেলুড় মঠ। এরপর দেশ জুড়ে আনলক প্রক্রিয়া শুরু হলে ১৫ জুন মঠ খুলে যায়। কিন্তু ফের ২ অগস্ট জনসাধারণের জন্য বন্ধ হয়ে যায় মঠের দরজা। বেলুড় মঠের প্রায় ৮০ জন সন্ন্যাসী করোনায় আক্রান্ত হন। সেই কারণেই ফের বন্ধ হয় মঠ। এর মধ্যে বেলুড়মঠের বিভিন্ন অনুষ্ঠান চালু থাকলেও ভক্তদের অংশগ্রহণ ও মঠে প্রবেশ নিষিদ্ধই রাখা হয়েছিল। শ্রীরামকৃষ্ণের জন্মতিথি অনুষ্ঠানের ক্ষেত্রেও একই নিয়ম বহাল রইল।

Related articles

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...
Exit mobile version