Monday, January 12, 2026

দিদির দ্রুত সুস্থতা কামনা করে টুইট সায়ন্তিকা-রাজ-মিমি-কৌশানিদের

Date:

Share post:

বুধবার নন্দীগ্রামে(Nandigram) প্রচারে গিয়ে পায়ে গুরুতর চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে নন্দীগ্রাম থেকে দ্রুত গ্রিন করিডোর করে কলকাতা নিয়ে আসা হয় মুখ্যমন্ত্রীকে(chief minister)। রাতে মেডিকেল বোর্ড(medical board) গঠন করে এসএসকেএম হাসপাতালে শুরু হয় চিকিৎসা। আর এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। বিরোধীদের তরফে মমতার আক্রান্ত হওয়ার ঘটনাকে নাটক বলে কটাক্ষ করা হয়েছে। তবে বিরোধীদের এহেন দাবিতে রীতিমতো ক্ষুব্ধ রাজ্যবাসী। পাল্টা তৃণমূলের তরফে বলা হয়েছে বিজেপির কোন কর্মী ইচ্ছাকৃতভাবে মমতাকে ধাক্কা দিয়েছেন। এদিন গোটা ঘটনার সঠিক তদন্ত চাইলেন বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি।

সম্প্রতি মুখ্যমন্ত্রী অসুস্থতা প্রসঙ্গে কয়েক সেকেন্ডের একটি ভিডিও টুইটারে পোস্ট করেছেন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা। যেখানে তিনি বলেছেন, ‘আমাদের দিদি আহত হয়েছেন। এমন গুরুত্বপূর্ণ সময়ে এই ঘটনা একেবারেই কাঙ্ক্ষিত না। যে মানুষটা সারাবছর দিন-রাত এক করে দেন সাধারণ মানুষের জন্য, সামনেই নির্বাচন, এমন একটা সময়ে আমরা সবাই খুব চিন্তিত দিদির জন্য। কিন্তু দিদি তো আমাদের ফাইটার। তিনি খুব শিগগিরই আবার মানুষের মাঝে ফিরে আসবেন। শুধু আমি চাইব এটা নিয়ে তদন্ত হোক। আসল ঘটনাটা আমাদের এবং বাংলার মানুষের সামনে আসুক।’

আরও পড়ুন:রাজনৈতিক উদ্দেশ্যে মমতা মিথ্যা ছড়াচ্ছেন, কমিশনে নালিশ করবে বিজেপি

সায়ন্তিকার পাশাপাশি দিদির সুস্থতা কামনা করে টুইট করেছেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী। টুইটারে তিনি লেখেন, ‘এখনো অনেক লড়াই বাকি দিদি তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো।’ পাশাপাশি মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনা করে টুইট করতে দেখা গিয়েছে টলিউডের একাধিক মুখকে। সেই তালিকায় রয়েছেন কৌশানী মুখোপাধ্যায়, দেব, মিমি, চক্রবর্তীরা।

Advt

spot_img

Related articles

ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প: ট্রুথ হ্যান্ডেলে ঘোষণা করে দিলেন মার্কিন রাষ্ট্রপতি!

জোর করে দেশে ঢুকে অপহরণ করে নিয়ে গিয়েছেন দেশের রাষ্ট্রপতিকে। তার জন্য নিজের দেশের কংগ্রেসে প্রবল সমালোচিত। কংগ্রেস...

সাত সকালে আগুন: বাঘাযতীন স্টেশন লাগোয়া আগুনে সাময়িক বিপর্যস্ত ট্রেন পরিষেবা

শীতের সকালে ফের আগুন আতঙ্ক শহরের রেলস্টেশন লাগোয়া এলাকায়। শিয়ালদহ দক্ষিণ শাখার বাঘাযতীন স্টেশন লাগোয়া দোকানগুলিতে আগুন (shop...

প্রয়াত সমীর পুততুণ্ড, আন্দোলনের ‘সঙ্গী’কে হারিয়ে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মধ্যরাতে প্রয়াত পিডিএস নেতা সমীর পুততুণ্ড। দীর্ঘদিন রোগে শয্যাশায়ী ছিলেন তিনি। বাম আদর্শ নিয়ে রাজনীতি করলেও সিপিআইএম-এর (CPIM)...

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...