অস্বস্তিতে বিজেপি, পাল্টা অভিযোগ এনে যাচ্ছে কমিশনে

নির্বাচনী পর্বে আক্রান্ত হওয়ার অভিযোগ তুলেছেন খোদ মুখ্যমন্ত্রী। নন্দীগ্রামের (nandigram) তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) অভিযোগের মোকাবিলায় এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে বিজেপি (bjp)। সেখানে গিয়ে বিজেপি প্রতিনিধিদল মমতার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যে ছড়ানোর অভিযোগ আনতে চান।

বিজেপি নেতাদের বক্তব্য, নন্দীগ্রামে নিছকই দুর্ঘটনায় পড়ে আহত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পিছনে কোনও চক্রান্ত নেই। উচ্চপর্যায়ের তদন্ত হলেই তা স্পষ্ট হবে। কিন্তু তার আগে মমতা যেভাবে ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করেছেন তাতে স্পষ্ট, নির্বাচনের আগে রাজনৈতিক লাভের অঙ্ক কষে পরিকল্পিতভাবে মিথ্যা ছড়ানো হচ্ছে। নন্দীগ্রামে হারতে পারেন ভয়েই মুখ্যমন্ত্রী এই পথ নিয়েছেন। দুর্ঘটনাকে কেন্দ্র করে বিজেপির বিরুদ্ধে মিথ্যা প্রচার যাতে বন্ধ হয় সেজন্য নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চাওয়া হবে বলে জানিয়েছেন বিজেপি নেতৃত্ব।

আরও পড়ুন:দিদির দ্রুত সুস্থতা কামনা করে টুইট সায়ন্তিকা-রাজ-মিমি-কৌশানিদের

Advt

Previous articleদিদির দ্রুত সুস্থতা কামনা করে টুইট সায়ন্তিকা-রাজ-মিমি-কৌশানিদের
Next articleকালীমন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু কাঞ্চনের