Friday, January 30, 2026

লিস্ট তৈরি, ৪ বছরে ১০০ সরকারি সংস্থা বেচবেন মোদি-নির্মলা

Date:

Share post:

দেশের ১০০টি সরকারি সংস্থা বেচে দেওয়ার তালিকাও করে ফেললেন মোদি-নির্মলা৷ আগামী ৪ বছরে দেশের ১০০টি সরকারি সংস্থা বেচে দেবে মোদি সরকার৷ কোন কোন সংস্থা বেচে দেওয়া হবে, তার তালিকাও তৈরি করে ফেলেছে নীতি আয়োগ৷ কেন্দ্রীয় সরকার স্থির করেছে, ১০০টি সরকারি সংস্থা বিক্রি করে দেওয়া হবে। যার মূল্য প্রায় ৫ লক্ষ কোটি টাকা। ইতিমধ্যেই ওই ১০০টি সংস্থাকে চিহ্নিতও করেছে
নীতি আয়োগ (NITI Aayog)। ফাস্ট ট্র্যাক মোডে সম্পত্তিগুলি বেচে দিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)৷

২০১৯-এ দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর মোদি বলেছিলেন, পরবর্তী ৫ বছরে ৫ লক্ষ কোটি ডলার অর্থনীতিতে পৌঁছাবে ভারত৷ করোনার কোপে বেহাল হয়েছে অর্থনীতি। তাই দ্রুত সরকারি সংস্থা বিক্রি করার পথে হাঁটতে চাইছে কেন্দ্র৷ সূত্রের খবর, চলতি সপ্তাহেই ‘অ্যাসেট মনিটাইজেশন’ বিষয়ে এক কর্মশালার আয়োজন করা হয়েছিল। সেখানেই এই বিষয়ে আলোচনা হয়।

বিক্রি করার যে তালিকা নীতি আয়োগ তৈরি করেছে, সেখানে রয়েছে পোর্ট, ক্রুজ টার্মিনাল, টেলিকম পরিকাঠামো, তেল ও গ্যাস পাইপলাইন, ট্রান্সমিশন টাওয়ার, রেলওয়ে স্টেশন, স্পোর্টস স্টেডিয়াম ইত্যাদি। এই বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রকগুলির সঙ্গে কথাবার্তাও চলছে৷ এই সব মন্ত্রককে ‘বেচা যাবে’ এমন সম্পত্তিগুলি চিহ্নিত করার নির্দেশ দিয়েছে নীতি আয়োগ৷

প্রসঙ্গত, বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman) জানিয়েছিলেন, সরকার বেসরকারিকরণের মাধ্যমে অন্তত ১.৭৫ লক্ষ কোটি টাকার লক্ষ্যমাত্রা রেখেছে। গত মাসে বেসরকারিকরণের সওয়াল করে প্রধানমন্ত্রী বলেছিলেন, “সরকারের দায়িত্ব হল দেশের শিল্পসংস্থাগুলির পাশে দাঁড়ানো, তাদের সাহায্য করা। কিন্তু কোনও শিল্পসংস্থার মালিক হওয়া বা ব্যবসা করা সরকারের কাজ নয়। একটা সময় ছিল যখন বিভিন্ন প্রয়োজনে রাষ্ট্রায়ত্ত সংস্থা তৈরি হয়েছিল। কিন্তু এখন সময় বদলেছে”।
রাজনৈতিক মহল তখনই বলেছে, প্রধানমন্ত্রী দেশের প্রায় সমস্ত সরকারি ক্ষেত্রই বেসরকারি হাতে তুলে দিতে চায়।

Advt

spot_img

Related articles

দুদিনের সফরে শহরে শাহ: ‘জিতবই’ বার্তা দলীয় কর্মীদের

বাংলায় নির্বাচন শুরুর ঘণ্টা বাজার আগেই রাজনৈতিক ডেইলি প্যাসেঞ্জারিতে বিজেপির শীর্ষ নেতৃত্বরা। প্রতি সপ্তাহে প্রধানমন্ত্রী, সভাপতি থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর...

কমিশনের জন্য পেশায় টান: হাই কোর্টের দ্বারস্থ LIC কর্মীরা, ব্যাখ্যা তলব আদালতের

রাজ্যের কর্মীদের পরে এবার কেন্দ্র সরকারের কর্মীরাও এসআইআর-এর অপরিকল্পিত পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুললেন। পর্যবেক্ষক পদে নিযুক্ত এলআইসি (LIC)...

রাজ্য পুলিশের নতুন ডিজি পীযূষ পাণ্ডে, রাজ্যজুড়ে পুলিশ আধিকারিকদের ব্যাপক রদবদল

নির্বাচনের আগে রাজ্য পুলিশের গুরুত্বপূর্ণ সব পদে রদবদলের ঘোষণা হল শুক্রবার। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের অবসরগ্রহণের আগেই...

মাধ্যমিকের আগে অ্যাডমিট বিভ্রাট: কড়া পদক্ষেপ হাইকোর্টের

মাধ্যমিক পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড নিয়ে বিভ্রাট নতুন নয়। এবছরও তার ব্যতিক্রম হল না। ফের একবার কলকাতা হাই...