Thursday, August 28, 2025

নন্দীগ্রাম-কাণ্ডে ষড়যন্ত্রের অভিযোগ তুলে কমিশনে তৃণমূলের ৬ সদস্যের প্রতিনিধি দল

Date:

Share post:

বুধবার সন্ধ্যায় নন্দীগ্রামে(Nandigram) প্রচারে গিয়ে পায়ে গুরুতর চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। মমতার আহত হওয়ার ঘটনায় বড়সড় ষড়যন্ত্র দেখছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। যার জেরে শুক্রবার দুপুরে দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের(election commission) দফতরে অভিযোগ জানাতে তৃণমূলের(TMC) তরফে পাঠানো হচ্ছে ৬ সাংসদের এক প্রতিনিধি দলকে। জানা গিয়েছে নির্বাচন কমিশনের কাছে এই ষড়যন্ত্র সংক্রান্ত বেশ কিছু প্রমাণ তুলে ধরবেন তারা। সূত্রের খবর, এক্ষেত্রে নরেন্দ্র মোদি, দিলীপ ঘোষ, সৌমিত্র খাঁর মতো বিজেপি নেতৃত্বদের বক্তব্যকে হাতিয়ার করবে তৃণমূল।

বৃহস্পতিবার কালীঘাটের মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে সাংবাদিক বৈঠক করে দমদমের সাংসদ সৌগত রায় অভিযোগ করেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিগেড সমাবেশে মন্তব্য করেছিলেন, ‘ভবানীপুর থেকে মুখ্যমন্ত্রীর স্কুটার যদি নন্দীগ্রামে গিয়ে কোনও দুর্ঘটনায় পড়ে, তবে তার দায় বিজেপি নেবে না।’ মোদির সেই বক্তব্যের পরই মুখ্যমন্ত্রীর ওপর হামলার ঘটনা ঘটলো। ফলে এখানে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে তৃণমূল। নরেন্দ্র মোদির পাশাপাশি সৌমিত্র খাঁ দিলীপ ঘোষদের কথা টেনে এনে তিনি আরো বলেন, ‘বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও যুব মোর্চা সভাপতি সৌমিত্র খাঁও বলেছিলেন, ‘১০ তারিখের পর কী হবে দেখতে পাবেন’। ঠিক ১০ তারিখেই মুখ্যমন্ত্রীর ওপর এমন হামলার ঘটনা ঘটল।’ সেই সমস্ত বক্তব্যের ফুটেজ ইতিমধ্যেই জোগাড় করা হয়েছে তৃণমূলের তরফে।

আরও পড়ুন:নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর “হামলা”, প্রাথমিক রিপোর্টে যা জানালো পুলিশ

জানা যাচ্ছে শুক্রবার দুপুর সাড়ে বারোটায় দিল্লির মুখ্য নির্বাচন আধিকারিক এর দপ্তরে যাবেন তৃণমূলের ৬ সাংসদের প্রতিনিধিদল। যেখানে থাকবেন সৌগত রায় কাকলি ঘোষ দস্তিদার প্রতিমা মন্ডল শতাব্দী রায় এবং রাজ্যসভার সাংসদ শান্তনু সেন এর মত নেতৃত্বরা। নির্বাচন কমিশনের কাছে দাবি জানানো হবে বিজেপি নেতাদের উস্কানি মূলক মন্তব্যের জেরে এই ঘটনা ঘটেছে।

Advt

spot_img

Related articles

সুপ্রিম কোর্টের শুনানিতে আশা আলো, ফিফার পর এএফসির চিঠি ফেডারেশনকে

বৃহস্পতিবার ভারতীয় ফুটবলপ্রেমীদের সব নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। ভারতীয় ফুটবল নিয়ে যে অচলাবস্তা চলছে তার জল গড়িয়েছে...

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নয়, মুখ পুড়ল বিরোধী দলনেতার

বিধানসভায়(WB Assembly) কেন্দ্রীয় বাহিনী প্রবেশ নিয়ে হাই কোর্টের নির্দেশে বিড়ম্বনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shubhendu Adhikari)। সম্প্রতি রাজ্য...

দুর্গাপুজোয় বাংলায় হয় কোটি টাকার ব্যবসা, বললেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজো(Durga Puja) আমাদের গর্ব। বাংলার বড় উৎসব। এই দুর্গাপূজা(Durga Puja) থেকেও এক কোটি টাকার ব্যবসা হয়। বৃহস্পতিবার তৃণমূলের...

অতীত ব্যর্থতা ভুলে ডায়মন্ডের জার্সিতে সামনে তাকাতে চান ব্রাইট

ডুরান্ড কাপ(Durand Cup) ফাইনালে হারলেও ময়দানের চতুর্থ শক্তি হিসেবে উদয় হয়েছে ডায়মন্ড হারবার এফসি। আগামী আই লিগ চ্যাম্পিয়ন...