প্রথম দফার আগেই রাজ্যে আরও ২১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী!

লক্ষ্য অবাধ এবং সুষ্ঠ নির্বাচন। সেই লক্ষ্যেই বাংলায় নিরাপত্তায় কোনওরকম গাফিলতি রাখতে নারাজ নির্বাচন কমিশন। অবাধ এবং সুষ্ঠ নির্বাচন করতে এবার রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগাতে চলেছে কমিশন। এবার আরও ২১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে প্রথম দফা নির্বাচনের আগে। ২৫ মার্চেই আগেই রাজ্যে এসে যাবে তারা। অর্থাৎ ৭০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়েই প্রথম দফাতে ভোট করছে কমিশন। মনে করা হচ্ছে নন্দীগ্রামে ভোট প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনার জন্যই আরও বাড়তি সতর্কতা নিচ্ছে কমিশন। বাড়ানো হতে পারে তারকাদের ভোট প্রচারকদের নিরাপত্তাও। তবে এ বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কমিশন।

বৃহস্পতিবারই এ নিয়ে জেলাশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব ও এডিজি আইনশৃঙ্খলা পি জগমোহন। তাঁরা স্পষ্ট জানান, এর জন্য যা যা করার কমিশন সবই করবে। জেলাশাসকদেরও নির্দেশ দেওয়া হয়েছে, শক্ত হাতে সবটা সামাল দিতে হবে। এরইমধ্যে শুক্রবার নির্বাচন কমিশন সূত্রে খবর, আরও ২১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ২৫ মার্চের মধ্যে রাজ্যে চলে আসবে। ২৭ মার্চ থেকে প্রথম দফার ভোট শুরু।

Advt

Previous articleসুখবর পেয়ে আনন্দে আত্মহারা বিরুলিয়ার মিষ্টির দোকানের মালিক নিমাই মাইতি
Next articleহুইল চেয়ারে বসে প্রচার, স্পেশাল “চটি” মমতার জন্য