লোকের মুখে মুখে ঘোরাফেরা করছে নন্দীগ্রামের বিরুলিয়া বাজারের নাম। কারণ, দুদিন আগে প্রচারে গিয়ে এখানেই আহত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাকে শুশ্রূষা করার জন্য মিষ্টির দোকান থেকে বরফ নিয়ে চটজলদি হাজির হয়েছিলেন যিনি, তিনি নিমাই মাইতি । শুক্রবারে তিনি পেয়েছেন আরও একটি সুখবর । নিশ্চয়ই ভাবছেন কী সুখবর? হ্যাঁ, মিষ্টির দোকানের মালিক নিমাই মাইতি শুক্রবারে ৫ হাজার টাকা জিতেছেন লটারিতে। টাকার অঙ্কটা হয়তো খুব বড় নয়, কিন্তু পুরোটাই তার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। এবং এর কৃতিত্বও তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে দিয়েছেন। কিন্তু কেন? সেই প্রশ্নেরও অদ্ভূত ব্যাখ্যা দিয়েছেন নিমাইবাবু। তার স্পষ্ট কথা, মানুষের পাশে দাঁড়ানোটা যে ঈশ্বরের আশীর্বাদ, আজকের এই লটারি টিকিট জেতার মধ্যে দিয়ে ফের প্রমাণ হয়ে গেল। এমনকি মুখ্যমন্ত্রীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে শুনে রীতিমতো উচ্ছ্বসিত মাইতি মিষ্টান্ন ভান্ডারের মালিক নিমাইবাবু। গোটা সপ্তাহটা যেন স্বপ্নের মতো তাঁর কাছে।

আরও পড়ুন- ফের কমিশনে গেল তৃণমূল, অন্যদিকে সিবিআই চেয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা