Monday, August 25, 2025

‘মাঠ চেনা, প্লেয়ার পুরনো, ঝাণ্ডা নতুন’, মনোনয়ন জমার আগে স্বমহিমায় শুভেন্দু

Date:

একুশের বিধানসভা নির্বাচনে ২৯৪ টি কেন্দ্রের মধ্যে অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম(Nandigram)। এই কেন্দ্র থেকেই এবার প্রার্থী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ও অন্যদিকে বিজেপির শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। শুক্রবার সেখানেই মনোনয়ন আগে তৃণমূলের বিরুদ্ধে এক দফা আক্রমণ শানাতে দেখা গেল শুভেন্দুকে। একই সঙ্গে নন্দীগ্রামে প্রার্থী হিসেবে শুভেন্দু বলেন, ‘মাঠ চেনা, প্লেয়ার পুরনো, ঝাণ্ডা নতুন।’

শুক্রবার হলদিয়া মনোনয়ন পেশের আগে মমতার ধাঁচেই একঝাঁক কর্মসূচি রেখেছেন শুভেন্দু অধিকারী। একের পর এক মন্দিরে পুজো দিয়ে রোড শো করে আজ মনোনয়ন পেশ করবেন শুভেন্দু। তার আগেই তৃণমূলের বিরুদ্ধে ঝাঁঝালো আক্রমণ শানিয়ে শুভেন্দু বলেন, ‘তৃণমূল কংগ্রেস প্রাইভেট লিমিটিড কোম্পানিতে পরিণত হয়েছে। ওখানে দুজন ছাড়া কারও কোনও মর্যাদা নেই। তৃণমূলে বাকি সবাই ল্যাম্পপোস্ট।’ পাশাপাশি বাংলা পরিবর্তনের ডাক দিয়ে তিনি আরো বলেন, ‘বাংলায় জ্বলন্ত সমস্যা অর্থনৈতিক সমস্য। বাম আমলের সময়ের ঋণের বোঝা আরও বেড়েছে তৃণমূলের আমলে। বাংলায় ২ কোটি বেকার, কর্মসংস্থান কই? বাংলায় ২ লক্ষ সরকারি শূন্যপদ অবলুপ্ত। শুধু চুক্তিভিত্তিক কর্মচারী নিয়োগ করা হচ্ছে। বাংলায় কৃষকদের অবস্থা ভয়াবহ। কিষাণ নিধি প্রকল্প বাংলায় চালু করতে দেননি মুখ্যমন্ত্রী।’

আরও পড়ুন:নন্দীগ্রাম-কাণ্ডে ষড়যন্ত্রের অভিযোগ তুলে কমিশনে তৃণমূলের ৬ সদস্যের প্রতিনিধি দল

উল্লেখ্য, নন্দীগ্রামে প্রার্থী হিসেবে আজ মনোনয়ন পেশের আগে শিবরাত্রি উপলক্ষে নন্দীগ্রামের সাতটি মন্দিরে পুজো দিয়েছেন। জানা গিয়েছে, আজ শুভেন্দুর রোড শোতে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, স্মৃতি ইরানি ও মিঠুন চক্রবর্তী।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version