Tuesday, May 6, 2025

মোদির বাংলাদেশ সফর: ওড়াকান্দিতে হরিচাঁদ ঠাকুরের জন্মস্থানে যাবেন প্রধানমন্ত্রী

Date:

বাংলায় ভোটের মুখে আগামী ২৬ মার্চ বাংলাদেশ সফরে যাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। আর এই সফরে রয়েছে বড় চমক। সূত্রের খবর বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে অর্থাৎ ২৭ মার্চ মতুয়া(Matua) ধর্মের প্রবক্তা হরিচাঁদ ঠাকুরের(Harichand Thakur) জন্মস্থান ওড়াকান্দিতে সফর করবেন মোদি। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে জল ঘোলা হতে শুরু করেছে রাজ্য রাজনীতি। যদিও মোদির ওড়াকান্দি সফরের উপযুক্ত পরিকাঠামো না থাকার কারণ তুলে পোড়াকান্দি সফরসূচিতে আপত্তি জানিয়েছিল বাংলাদেশ হাইকমিশন। বিদেশ মন্ত্রকের জারিজুরিতে শেষ পর্যন্ত মোদির সফরে রাখতে হয় এই স্থানটিকেও। বাংলায় ভোটের মুখে নরেন্দ্র মোদির ওড়াকান্দি সফর বঙ্গে বিজেপির মতুয়া ভোট টানতে মাস্টারস্ট্রোক বলে মনে করছে রাজনৈতিক মহল।

জানা যাচ্ছে, আগামী ২৬ মার্চ নয়াদিল্লি থেকে বিমানে ঢাকা পৌঁছবেন নরেন্দ্র মোদি। সেখান থেকে হেলিকপ্টারে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানাবেন তিনি। বাংলাদেশে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির চূড়ান্ত যে সফরসূচি তৈরি হয়েছে তা হলো, ২৭ মার্চ সকালে প্রথমে মোদীর কপ্টার নামবে সাতক্ষীরার শ্যামনগরে। সেখানে ঈশ্বরীপুরে যশোরেশ্বরীর মন্দিরে পুজো দেবেন মোদী। সেখান থেকে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবের সমাধিসৌধে শ্রদ্ধা জানানোর পাশাপাশি দু’দেশের মৈত্রীর স্মারক হিসেবে একটি গাছ পুঁতবেন ভারতের প্রধানমন্ত্রী। তার পরে তাঁর কপ্টার নামবে গোপালগঞ্জের কাশিয়ানিতে। এখান থেকেই ওড়াকান্দিতে মতুয়াদের মন্দিরে যাবেন মোদী। বনগাঁর সাংসদ, মতুয়ার ঠাকুরবাড়ির উত্তরাধিকারী শান্তনু ঠাকুর সেখানে থাকতে পারেন।

আরও পড়ুন:দিল্লি-দেরাদুন শতাব্দী এক্সপ্রেসে আগুন,নিরাপদে যাত্রীরা

এদিকে প্রধানমন্ত্রীর এই ওড়াকান্দি সফরকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে রীতিমতো জল্পনা শুরু হয়েছে। প্রসঙ্গত, এবারের বঙ্গ নির্বাচনে মতুয়া ভোটাররা অন্যতম পাখির চোখ বিজেপির। মতুয়াদের পাশে পেতে গাইঘাটায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সভা করে গেলেও নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে এখনও অসন্তুষ্ট মতুয়া সম্প্রদায়। তার কারণ বিজেপির দেওয়া প্রতিশ্রুতি এখনো ঝুলে রয়েছে। কবে তা বাস্তবায়িত হবে তা নিয়ে রয়েছে যথেষ্ট প্রশ্ন। এমন পরিস্থিতিতে খোদ প্রধানমন্ত্রীর ওড়াকান্দি সফর নিশ্চিতভাবেই তাৎপর্যপূর্ণ হতে চলেছে।

Related articles

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...

দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রী পর্দার ‘বিনোদিনী’, রুক্মিণীকে শুভেচ্ছা দেবের

বাংলার নাট্য সম্রাজ্ঞীর জীবনকে বড়পর্দায় নিখুঁতভাবে ফুটিয়ে দর্শকের প্রশংসা করিয়েছিলেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। এবার 'বিনোদিনী, একটি নটীর...
Exit mobile version