Wednesday, August 20, 2025

বাস্তবে কোনও কোম্পানী নেই। অথচ প্রায় ৫১৩ কোটি টাকার লেনদেন করেছিল এই ভুয়ো সংস্থা। সেইসঙ্গে সরকারের GST বাবদ ৫৫ কোটি টাকা কর ফাঁকির অভিযোগে গ্রফতার করা হল দীনেশ সিং নামক এক ব্যক্তিকে। হাওড়ায় দীর্ঘদিন ধরেই এই ভুয়ো সংস্থার লেনদেন চালাচ্ছিল ওই প্রতারক। পুলিশের অভিযোগ, প্যান, আধার সহ বিভিন্ন নথি জাল করে একাধিক ভুয়ো সংস্থা চালাচ্ছিল ওই প্রতারক। কোনটা স্ত্রীর নামে, কোনটা বোন বা শ্যালিকার নামে বা আত্মীয়ের নামে। যদিও সবকটাই ছিল ভুয়ো। প্রত্যেকের নামে একাধিক লেনদেনে ভুয়ো বিল তৈরি করে নীলেশ। GST নিয়মকে হাতিয়ার করে ইনপুট ট্যাক্স ক্রেডিটের সুবিধা নেওয়ার জন্য এই প্রতারণা চক্র সক্রিয় ছিল।


সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিস টাক্সের হাওড়া কমিশনারেট এই অসাধু চক্র সংক্রান্ত কিছু তথ্য পায়। ডেপুটি কমিশনার নিশান্ত কুমার বৃহস্পতিবার বলেন, তারা ২০১৯ সাল থেকে হাওড়ার ওই ব্যবসায়ীর উপর নজরদারি চালাতে শুরু করেন। তাঁরা জানতে পারেন, গণেশ ট্রেডিং নামে একটি সংস্থা খুলে, তার মাধ্যমে নানা সংস্থায় টাকা পাঠানো হছে বা টাকা নেওয়া হচ্ছে। একই দিনে মোটা অঙ্কের টাকা লেনদেনও হয়েছে। তদন্তে দেখা যায়, যে সংস্থাগুলিতে টাকা যাচ্ছে, সেগুলির মালিক হয় ওই ব্যক্তির স্ত্রী বা শ্যালিকা কিংবা অত্যন্ত ঘনিষ্ট আত্মীয়। দিনের পর দিন শুধু কয়েকটা নিদ্দির্ষ্ট সংস্থায় ঘুরপাক খাচ্ছে টাকা। খোঁজ নিয়ে জানা যায়, বিষ্ণু চৌধুরী নামক ওই কুখ্যাত প্রতারকের সঙ্গে হাত মিলিয়ে টাকা ও বিল তছরূপ শিখেছিলেন নীলেশ। GST তদন্তকারী কমিশনারেট অফিসার জানিয়েছেন ইতিমধ্যে আমরা গণেশ ট্রেডিং ছাড়াও আরও ৪ টি ভুয়ো সংস্থার খোঁজ পেয়েছি । যেগুলি হাওড়া কমিশনারেটের আওতায় রয়েছে। পাশাপাশি দুটো সংস্থা রয়েছে। যেগুলো কলকাতা নর্থ কমিশনারেটের আওতায় রয়েছে। তদন্তে আরও কিছু সংস্থার সন্ধান মিলবে বলে আশা করা হচ্ছে। নজরে কিছু বেসরকারি ব্যাঙ্কও রয়েছে।

Related articles

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...

ব্যস্ত দিনে শহরে বিশৃঙ্খলার চেষ্টা, গ্রেফতার ISF বিধায়ক ও সমর্থকরা

কেন্দ্রের জনবিরোধী নীতির বিরোধিতায় লাগাতার বিরোধী দলগুলি সংঘবদ্ধ হয়ে লড়াই চালিয়ে যাচ্ছে সংসদে। অধিবেশন চলাকালীন যেমন সংবিধান সংশোধনী...

সেমিফাইনালের প্রথমার্ধে ইস্টবেঙ্গলকে রুখে দিল DHFC

যুবভারতীতে ডুরান্ড সেমিফাইনালে (Durand Cup Semi final) খেলতে নেমে প্রথম ৪৭ মিনিটে লাল হলুদ মশালকে নিষ্প্রভ করে দিল...
Exit mobile version