Tuesday, August 26, 2025

বৃত্ত কি এবার সম্পূর্ণ হতে চলেছে ?

কাঁথিতে আগামী ২৪ মার্চ নির্বাচনী সভা করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi)৷ সেই সভায় থাকার অনুরোধ নিয়ে স্থানীয় তৃণমূল সাংসদ শিশির অধিকারীর (Sisir Adhikary ) কাছে যাচ্ছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)।

শিশিরবাবু এই আমন্ত্রণ গ্রহণ করে প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত থাকলে বঙ্গ-রাজনীতিতে নিশ্চিতভাবেই বড় মাপের ঘটনা ঘটবে৷ বিজেপি সূত্রের খবর, শিশিরবাবু তাঁর সভায় থাকুন, এমন আগ্রহ নাকি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী স্বয়ং। এ কথা জানার পরেই দলীয় সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে বর্ষীয়াণ তৃণমূল সাংসদ শিশির অধিকারীর বাড়িতে যাওয়ায় নির্দেশ দেওয়া হয়েছে৷ শিশিরবাবু এবং লকেট, দু’জনেই একথা স্বীকার করেছেন৷ শিশিরবাবু সংবাদমাধ্যমে বলেছেন, “লকেটের সঙ্গে ফোনে কথা হয়েছে। আমার বাড়িতে যে কোনও দলের মানুষই আসতে পারেন৷ সকলের জন্যই দরজা খোলা৷ লকেটও নিশ্চয়ই আসতে পারেন। আমি অন্য সকলের মতো তাঁকেও স্বাগত জানাতে তৈরি।’’ একই প্রসঙ্গে
লকেট বলেছেন, ‘‘কাঁথিতে প্রধানমন্ত্রী আসছেন। কাঁথির প্রবীণতম রাজনীতিককের আশীর্বাদ নিয়ে সভার প্রস্তুতি শুরু করতে চাইছি। ওঁনার অভিজ্ঞতা বিশাল।ওঁনার পরামর্শ এবং আশীর্বাদ চাই আমরা।’’

প্রধানমন্ত্রীর সভায় শিশিরবাবু থাকবেন? শিশিরের জবাব, ‘‘এখনও তেমন নির্দেশ পাইনি।’’ এই বিষয়ে কে বা কারা তাঁকে নির্দেশ দেবে, সে ব্যাপারে কিছু বলেননি তিনি৷ লকেট চট্টোপাধ্যায় এ প্রসঙ্গে বলেছেন, “এটা আমি কীভাবে বলবো ? আমি শুধু একটা বড় দায়িত্ব পালনের আগে ওঁনার আশীর্বাদ নিতে যাচ্ছি৷”

আরও পড়ুন:কেন্দ্র-রাজ্য সরকারকে নিশানা করে শনিবারবাসরীয় ভোট প্রচার সেলিমের

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version