Thursday, August 21, 2025

শান্তিকুঞ্জে রাজনীতির মহাভোজ: লকেটকে ‘পাশে থাকার’ বার্তা শিশিরের

Date:

ভোজন রাজনীতি বিজেপির (Bjp) ভোট কৌশল। তবে এদিন কাঁথির অধিকারী বাড়িতে রাজনীতির মহাভোজ খেলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। দলীয় কাজে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) অবশ্য এখন দিল্লিতে। তার মধ্যেই শনিবার দুপুরে শান্তিকুঞ্জে পৌঁছে যান লকেট। উদ্দেশ্য ছিল তৃণমূল (Tmc) সাংসদ শিশির অধিকারী (Shishir Adhikari) সঙ্গে দেখা করা। সাক্ষাৎ শেষে বাইরে বেরিয়ে লকেটের মত, কাঁথিতে এসে অধিকারী পরিবারের সঙ্গে দেখা না করলে যাত্রাটা অসম্পূর্ণ থেকে যায়।

‘মোদির দূত’ হিসেবেই শিশির অধিকারীর সঙ্গে দেখা করতে শান্তিকুঞ্জে যান বিজেপি নেত্রী। অভিভাবকের মতো সস্নেহে হুগলির সাংসদকে কাছে টেনে নেন প্রবীণ তৃণমূল সাংসদ। নিজে সামনে বসিয়ে খাওয়ান লকেটকে। শেষে বলেন, ‘‘আবার এসো মা। নিজের বাড়ি মনে করে যখন খুশি চলে আসবে।’’

শনিবার, শুভেন্দু দিল্লিতে থাকলেও বাড়িতে ছিলেন শিশিরের অন্য পুত্র এবং পুত্রবধূরা। লকেট শান্তিকুঞ্জে ছিলেন মিনিট তিরিশ। হুগলির সাংসদের কথায়, এলাহি আয়োজন ছিল খাওয়া দাওয়ার। কী কী ছিল মেনুতে? ভাত, উচ্ছে ভাজা, বড়ি দিয়ে লাউ ঘণ্ট, সজনে ডাঁটা দিয়ে শুক্তো, গলদা চিংড়ি, চিকেন এবং মটন। শেষ পাতে চাটনি, মিষ্টি তো ছিলই। সঙ্গে স্যালাড। আলাদা আলাদা বাটিতে সাজানো নানা পদ দেখেই চমকে যান লকেট। তিনি বলেন, ‘‘এত কিছু আমি খাই না। কিন্তু কিছুতেই সে কথা শুনতে চাইলেন না শিশিরবাবু। নিজে হাতে থালায় সব তুলে দিলেন”। মাছ খেতে খুব ভালবাসেন লকেট, তাই সেটাই খেয়েছেন।

খাওয়াদাওয়ার মধ্যেই হয়েছে নানা কথা। তবে, বেশি কথা বলার নাকি সুযোগ পাননি লকেট। শিশিরবাবুই ‘অভিভাবকের’ মতো নানা উপদেশ দেন। সময় মতো খাওয়ার ও শরীরের যত্ন নেওয়ার কথা বলেন। সূত্রের খবর, পাশাপাশিই লকেটকে ‘পাশে থাকা’র বার্তাও দিয়েছেন অধিকারীর পরিবারের গৃহকর্তা।বাড়ির সবার সঙ্গে গ্রুপ ছবিও তুলেছেন লকেট।

লকেটকে স্ত্রী গায়ত্রীদেবীর ঘরে নিয়ে যান শিশির। সেখানেও আয়োজন ছিল। এক গ্লাস ডাবের জল দেন শিশির-জায়া। লকেটের কুশল বিনিময়ের পরে নিজে হাতে লকেটকে পান সেজে দেন।

আরও পড়ুন- দলবিরোধী কাজের অভিযোগে পূর্ব মেদিনীপুরে বহিষ্কৃত ১০ তৃণমূল নেতা

২৪ মার্চ কাঁথিতে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, সেখানে স্থানীয় সাংসদ হিসেবে হাজির থাকতে পারেন শিশির অধিকারী। এদিন লকেটের শান্তিকুঞ্জ সফর সেই জল্পনাকেই আরও উস্কে দেয়।

তবে এই সাক্ষাৎকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব। তাঁদের মতে, মেদিনীপুরে সবকটি আসন জিতবে শাসকদল। নন্দীগ্রামে (Nandigram) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) জিতবেনই। এমনকী, দ্বিতীয়স্থানেও আসতে পারবে না বিজেপি- মত তৃণমূল নেতৃত্বের। শিশিরের সঙ্গে লকেটের সাক্ষাৎ বাংলার মানুষ বুঝতে পারছেন বলে জানিয়েছেন তৃণমূলের শীর্ষস্থানীয় নেতারা।

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version