Wednesday, August 27, 2025

বসন্তের সকালেই বৃষ্টি। সকাল থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয় বাঁকুড়া,পুরুলিয়াতে। কলকাতা-সহ আরও কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় আগামী ২৪ ঘণ্টা আংশিক মেঘলা আকাশ। কয়েকটি জেলায় বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।

বাঁকুড়া, পুরুলিয়া, ছাড়াও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বীরভূম ও পশ্চিম বর্ধমানে। ফাল্গুন মাসের সকালে বর্ষার গন্ধ পেল বাংলার একাধিক জেলা। আজ সকাল থেকে দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় আকাশ মেঘাচ্ছন্ন ছিল। বাড়ছিল গরম। সকালেই পশ্চিমাঞ্চলের জেলাতে হল বৃষ্টি।

আরও পড়ুন-NEET পরীক্ষার দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি

শুক্রবার সন্ধেয় বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টি হয় বাঁকুড়ায়। সঙ্গে চলে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবারও বৃষ্টি হয় এই জেলায়। বুধবারও রাজ্যের বেশ কিছু জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে চলে বৃষ্টি। কলকাতার আকাশ আজ সারাদিন মেঘলা ছিল। বিগত কয়েকদিন ধরেই কলকাতার আকাশ থাকছে মেঘলা।

গত ২৪ ঘন্টায় বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদ-সহ দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় হালকা বৃষ্টি হয়েছে কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে। আগামী শনিবার দক্ষিণবঙ্গের হালকা বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বর্ধমান, বীরভূম-সহ ঝাড়খন্ড, বিহার সংলগ্ন জেলাগুলিতে।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version