Saturday, May 17, 2025

ঘনঘন সূচি বদলের জন্যই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করা যায়নি, জানালো পুলিশ

Date:

Share post:

নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর আহত হওয়ার রিপোর্ট কমিশনে পেশ করলো পুলিশ। এই রিপোর্টে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) নিরাপত্তায় ফাঁক থাকার বিষয়টি কার্যত মেনে নেওয়া হয়েছে। তবে দুর্ঘটনা না হামলা, রিপোর্টে তা স্পষ্ট করা হয়নি৷ উল্টে রিপোর্টে (police report) বলা হয়েছে, বারবার কর্মসূচি বদল ও আগাম খবর না থাকার কারনেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা বহাল করতে বিস্তর সমস্যায় পড়তে হয় পুলিশকে৷

রিপোর্টে যথেষ্ট গুরুত্ব দিয়েই বলা হয়েছে, সেদিন বার বার নিজস্ব কর্মসূচি বদল করেন মুখ্যমন্ত্রী৷ সে কারনেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা যায়নি। সূত্রের খবর, রাজ্যের মুখ্যসচিবের (CS)মারফৎ পুলিশের রিপোর্ট ইতিমধ্যেই জমা পড়ে গিয়েছে কমিশনে (ECI)।

প্রসঙ্গত,আহত হওয়ার পরই, বুধবার, নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী। সেদিন আঘাত লাগার পর গাড়িতে বসে মমতা সাংবাদিকদের বলেছিলেন, পা ও মাথায় আঘাত লাগে তাঁর। “পা ফুলে গিয়েছে। ভিড় ছিল। ৪-৫ জন মিলে ধাক্কাধাক্কি করেছে। স্থানীয় পুলিস ছিল না। পুলিশ সুপারও ছিল না।”

আরও পড়ুন-

এদিকে কমিশনে দাখিল করা পুলিশি-রিপোর্টে দাবি করা হয়েছে,

◾মুখ্যমন্ত্রীর গাড়ির সঙ্গেই ছিল তাঁর স্পেশ্যাল সিকিওরিটি ইউনিটের গাড়ি।

◾কনভয়ের সঙ্গে ছিলেন মেদিনীপুর রেঞ্জের ডিআইজি।

◾মুখ্যমন্ত্রীর গাড়ির সঙ্গে থাকার চেষ্টা করছিলেন পুলিশ সুপার।

◾কিন্তু মুখ্যমন্ত্রী সূচি বদল করায় কিছুটা পিছিয়ে পড়েছিলেন তিনি।

◾মুখ্যমন্ত্রীর গাড়ির সামনে ছিলেন নন্দীগ্রাম থানার ওসি।

◾পুলিশের পেশ করা রিপোর্টে কোনও চক্রান্ত বা হামলার উল্লেখ নেই।

◾কীভাবে চোট পেলেন মমতা? পুলিশ রিপোর্টে বলা হয়েছে, ওইদিন সন্ধে সাড়ে ৬টা নাগাদ নন্দীগ্রামের(Nandigram) বেরুলিয়া বাজার পার হচ্ছিল মুখ্যমন্ত্রীর কনভয়৷
সে সময় গাড়ির পাদানি-তে দাঁড়িয়ে আশেপাশের লোকজনের উদ্দেশ্যে হাত নাড়ছিলেন মুখ্যমন্ত্রী। তখন গাড়ির দরজাকে কেন্দ্র একটি ঘটনা ঘটে।

◾ওই ‘ঘটনা’ কেন এবং কীভাবে ঘটলো, তার বিস্তারিত তথ্য নেই রিপোর্টে। উল্লেখ করা হয়েছে, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার অভিযোগে নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন তাঁর ইলেকশন এজেন্ট শেখ সুফিয়ান।

গত বৃহস্পতিবার সকালেই ওই ঘটনার প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছিল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। সেখানেও কোনও হামলার কথা বলা হয়নি। বলা হয়েছে, নির্দিষ্ট অভিযোগ পাওয়া গিয়েছে৷ তার ভিত্তিতে তদন্ত করছে পুলিশ।

ওদিকে, প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, রাস্তায় থাকা লোহার খুঁটিতে ধাক্কা লেগে গাড়ির দরজা বন্ধ হয়ে গিয়েছিল। তাতেই এই বিপদ ঘটেছে। তবে দলনেত্রীর উপর হামলার অভিযোগে এখনও অনড় তৃণমূল (TMC)।মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে নির্বাচন কমিশনকেও (EC) কাঠগড়ায় তুলেছে তৃণমূল৷ তৃণমূলের বক্তব্য,
এই মুহুর্তে নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে রাজ্যের আইনশৃঙ্খলার বিষয়টি৷ উপযুক্ত তদন্ত প্রয়োজন৷ দোষীদের খুঁজে বের করতে হবে। উল্লেখ করা হয়েছে, ADG- আইনশৃঙ্খলা এবং DGP-কে বদল করার বিষয়টিও৷

Advt

spot_img

Related articles

এবার নাম বদলের রাজনীতি বিহারে! গয়া হল ‘গয়াজি’

বিজেপি জমানায় নাম বদলের রাজনীতি নতুন নয়। আর তার শীর্ষে অবশ্যই যোগি আদিত্যনাথের রাজ্য উত্তর প্রদেশ। তবে এবার...

আইএমএ বাংলার নির্বাচন বাতিল ঘোষিত! দুমাসে কমিটি গঠনের নির্দেশ

চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (IMA) রাজ্যের ২০২৫-২৭ নির্বাচন প্রক্রিয়াকেই বাতিল করে দেওয়া হল কেন্দ্রীয় শাখার তরফে। নির্বাচন...

নির্দেশ দেখে পদক্ষেপ: ডিএ নির্দেশে প্রতিক্রিয়া চন্দ্রিমার

রাজ্য সরকারের কর্মীদের ২৫ শতাংশ ডিএ (DA) দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। এক ঘোষণায় সরকারি কোষাগার থেকে প্রায় ৯...

টুটু বোসের ইস্তফা প্রসঙ্গে দেবাশিসের পাল্টা মুখ খুললেন সৃঞ্জয়

মোহনবাগানে(Mohunbagan) নির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে। সেইসঙ্গেই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। এই মুহূর্তে অবশ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল...