রবিবার, নন্দীগ্রাম দিবস উপলক্ষ্যে গান্ধী মূর্তির পাদদেশ থেকে হাজরা পর্যন্ত মিছিল করবে তৃণমূল। মিছিল শেষে হাজরা মোড়ের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দেবেন। হুইলচেয়ারে (wheelchair) বসেই বক্তৃতা করবেন তিনি। সেইমতো মঞ্চে ওঠার জন্য ব়্যাম্প তৈরি করা হয়েছে।
হাসপাতাল থেকে ফেরার পর রবিবারই প্রচার শুরু করছিন মমতা। এদিন তৃণমূলের মিছিলে থাকছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। একইসঙ্গে সব প্রার্থীরা এদিনের পদযাত্রায় অংশ নেবেন বলে তৃণমূল সূত্রের খবর।
হাসপাতালের বেডে শুয়ে ভিডিও বার্তায় তৃণমূলনেত্রী জানান, তিনি পুরুলিয়া, বাঁকুড়ার কর্মসূচিতে উপস্থিত থাকতে চান। তাই রবিবার রাতেই দুর্গাপুর যাবেন তিনি। দুর্গাপুরে রাত কাটিয়ে সোমবার সেখান থেকেই পুরুলিয়া যাওয়ার কথা কপ্টারে। সেখান থেকে বাঁকুড়া যাওয়ার কথা তাঁর। জেলা সফরের মাঝেই 17 তারিখ কলকাতায় ফিরে তৃণমূলের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।