Tuesday, August 26, 2025

নন্দীগ্রাম দিবসে হুইলচেয়ারেই রাজপথে তৃণমূলনেত্রী, শুরু করবেন জেলা সফরও

Date:

নন্দীগ্রামে প্রচারে গিয়ে আহত হয়েছেন তৃণমূল (Tmc) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বাঁ পায়ে তীব্র আঘাত পান তিনি। চিকিৎসকরা তাঁকে কয়েকটা দিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু শুক্রবার বাড়ি ফিরেই রবিবার রাজপথে মিছিল করবেন তৃণমূল নেত্রী। নন্দীগ্রাম (Nandigram) দিবস উপলক্ষ্যে মিছিলে অংশ নেবেন মমতা। শুধু তাই নয়, জেলা সফরে এদিনই দুর্গাপুর (Durgapur) যাচ্ছেন তৃণমূল নেত্রী। রাতে সেখান থেকে সোমবার যাবেন পুরুলিয়া(Purulia)।

রবিবার, নন্দীগ্রাম দিবস উপলক্ষ্যে গান্ধী মূর্তির পাদদেশ থেকে হাজরা পর্যন্ত মিছিল করবে তৃণমূল। মিছিল শেষে হাজরা মোড়ের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দেবেন। হুইলচেয়ারে (wheelchair) বসেই বক্তৃতা করবেন তিনি। সেইমতো মঞ্চে ওঠার জন্য ব়্যাম্প তৈরি করা হয়েছে।

হাসপাতাল থেকে ফেরার পর রবিবারই প্রচার শুরু করছিন মমতা। এদিন তৃণমূলের মিছিলে থাকছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। একইসঙ্গে সব প্রার্থীরা এদিনের পদযাত্রায় অংশ নেবেন বলে তৃণমূল সূত্রের খবর।

হাসপাতালের বেডে শুয়ে ভিডিও বার্তায় তৃণমূলনেত্রী জানান, তিনি পুরুলিয়া, বাঁকুড়ার কর্মসূচিতে উপস্থিত থাকতে চান। তাই রবিবার রাতেই দুর্গাপুর যাবেন তিনি। দুর্গাপুরে রাত কাটিয়ে সোমবার সেখান থেকেই পুরুলিয়া যাওয়ার কথা কপ্টারে। সেখান থেকে বাঁকুড়া যাওয়ার কথা তাঁর। জেলা সফরের মাঝেই 17 তারিখ কলকাতায় ফিরে তৃণমূলের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Related articles

ডুবিয়েছে “আগে রাম পরে বাম” থিওরি! বিস্ফোরক পোস্ট বাম জমানার প্রয়াত মন্ত্রীর ভাইপোর, এক সুর সূর্যকান্তরও

তৃণমূলকে ঠেকাতে রাজ্যে রাম-বাম (BJP-Left) হাত মিলিয়েছে। কোথাও বামের সমর্থন করেছে বিজেপিকে (BJP)। কোনও উল্টোটা। এই অভিযোগ শাসকদলের...

কাশ্মীরে বন্যা পরিস্থিতি, দুর্যোগে মৃত ৫ তীর্থযাত্রী, স্থগিত বৈষ্ণোদেবী যাত্রা

ভয়াবহ বিপর্যয় জম্মু ও কাশ্মীরে। উপত্যকার ডোডা জেলায় ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত নয় জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে।...

আইএসএল শুরু হওয়ার সম্ভাব্য দিন ২৪ অক্টোবর!

সরকারীভাবে ঘোষণা না হলেও আইএসএলের(Indian Super League) সম্ভাব্য দিন নিয়ে একটা আলোচনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে আগামী ২৪...

পুত্র ‘জাতিস্মর’! বেসবল খেলোয়াড়ের মায়ের অবাক করা দাবি ঘিরে চাঞ্চল্য

খেলার মাঠে বিস্ময় বালকদের কথা প্রায়ই শোনা যায়। তারা খবরের শিরোনামে উঠে আসে তাদের ক্রীড়া প্রতিভার জোরে। কিন্তু...
Exit mobile version