Saturday, August 23, 2025

লোকসভায় গেরুয়া ঝড়েও হারতে হয়েছিল। এবার বিধানসভায় ফের তাঁকে প্রার্থী করছে শীর্ষ নেতৃত্ব। কিন্তু প্রার্থী হিসেবে ভোটে লড়াই নয়, বরং তাঁর ইচ্ছা ভোট যুদ্ধে দলের হয়ে সর্বত্র প্রচার করা। সাংবাদিক এবং সঙ্ঘ ঘনিষ্ঠ

রন্তিদেব সেনগুপ্ত (Ranthideb Sengupta) এমন ইচ্ছার কথা নাকি দলকে আগেই জানিয়ে রেখেছিলেন। তাঁর দাবি, রবিবার সকালে তাঁকে জানানো হয় হাওড়া দক্ষিণ কেন্দ্রে (Howrah Dakshin) প্রার্থী হচ্ছেন তিনি। রন্তিদেব তখনই জানিয়ে দেন, ওই কেন্দ্রে প্রার্থী হওয়ার কোনও ইচ্ছা নেই তাঁর। কিন্তু রবিবার দুপুরের পরেই বদলে যায় পরিস্থিতিটা। বিজেপির (BJP) তরফে ঘোষণা করা হয় হাওড়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তাদের প্রার্থী হচ্ছেন রন্তিদেব সেনগুপ্ত। তাঁর মতামতকে গুরুত্ব না দিয়ে দলের এমন একতরফা সিদ্ধান্তে রন্তিদেব অসন্তুষ্ট, সেটা প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর পরই সংবাদ মাধ্যমের কাছেই স্বীকার করেছিলেন তিনি।

তবে ঘন্টাখানেকের মধ্যেই ভোল বদল। দলের সিদ্ধান্তকে মান্যতা দিয়ে রন্তিদেব জানিয়ে দেন, হাওড়া দক্ষিণ কেন্দ্র থেকেই তিনি ভোটে লড়বেন, তবে সেটা তাঁর ইচ্ছার বিরুদ্ধেই। তাঁর কথায়, “আমি দলকে বলেছিলাম নির্বাচনে আমি দলের হয়ে প্রচার করতে চাই। ভোটে লড়তে চাই না। কিন্তু দল আমাকে নির্দেশ দেয় ভোটে লড়তে এবং সেইমতো নির্বাচন কেন্দ্রও ঠিক করে। আমি দলের একজন একনিষ্ঠ সৈনিক। ফলে দলের সিদ্ধান্ত আমি মেনে চলব এবং হাওড়া দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করব।”

তবে রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে হাওড়া কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কাছে হারতে হয়েছিল রন্তিদেব সেনগুপ্তকে। সে সময় তিনি দলের অনেকের সহযোগিতা পাননি। যা ছিল তিক্ত অভিজ্ঞতা। তাই এবারও সেই একই এলাকা থেকে ভোটে দাঁড়াতে নারাজ ছিলেন তিনি। অন্য কেন্দ্র হলে তাঁর পক্ষে ভালো হতো। তাই প্রার্থী হওয়া ইস্যু নয়, কেন্দ্র পছন্দ না হওয়াতে অস্বস্তিতে রন্তিদেব সেনগুপ্ত।

আরও পড়ুন- প্রার্থী নন শোভন-বৈশাখী, বিজেপি ছাড়লেন দুজনে

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version