Thursday, November 6, 2025

‘লড়াইটা কংগ্রেসে থেকেই করব’, দলবদলের জল্পনায় ইতি টানলেন সোমেন-পুত্র রোহন

Date:

দিন ছয়ের মধ্যেই নিজের অবস্থান স্পষ্ট করলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর পুত্র রোহন মিত্র। বিজেপি যোগ দিচ্ছেন না তিনি। রোহন জানিয়েছেন, তিনি কংগ্রেস ছাড়ছেন না। দলে কারও সঙ্গে তাঁর শত্রুতা নেই। প্রয়োজনে তিনি প্রচারেও যাবেন। দলীয় প্রার্থীদের পাশাপাশি বামেদের হয়েও প্রচারে নামতেও তাঁর কোনও আপত্তি নেই বলে এদিন স্পষ্ট জানিয়ে দেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক। পাশাপাশি তিনি দাবি করেন, দলত্যাগ না করলেও অধীর গোষ্ঠীর তরফে তাঁর উপর মানসিকভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে।

রবিবার রোহন মিত্র বলেন,”দল ছাড়ার মতো বিভ্রান্তি রটিয়ে সাধারণ কংগ্রেস কর্মীদের মধ্যে অশান্তি সৃষ্টি করছে কিছু অসাধু ব্যক্তি। সময়ে জবাব দেবো। কংগ্রেস কর্মীরা তৈরি হোন পাশে থাকার জন্য। যে কেউ এসেই আমাকে বলতে পারে বিজেপিতে যোগ দিতে, কিংবা তৃণমূলে যোগ দিতে। আমিও সুযোগ পেলে ওনাদের বলব কংগ্রেসে আসতে। শুধু এইটুকুই বলব বাবাকে হারিয়ে কিছুটা মানসিকভাবে ভেঙে পড়েছি, তবে লড়াইটা দলে থেকেই করবো।”

আরও পড়ুন-ভাঙা পায়েই খেলা, ভাঙা পায়েই নবান্ন দখল: নয়া স্লোগান বেঁধে দিলেন অভিষেক

উল্লেখ্য, গত রবিবার বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সোমেন মিত্রর স্ত্রী শিখা মিত্রর সঙ্গে দেখা করেন। দেখা করার পাশাপাশি শিখা মিত্রকে বিজেপিতে যোগের কথাও বলেন শুভেন্দু। সোমেন-পত্নী বিজেপিতে যোগ দেবেন না বলেও কিছু জানানি। তাতে জল্পনা আরও বাড়ে। তবে এখন তা পরিষ্কার যে কংগ্রেসেই থাকছেন রোহন মিত্র।

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version