Saturday, August 23, 2025

‘লড়াইটা কংগ্রেসে থেকেই করব’, দলবদলের জল্পনায় ইতি টানলেন সোমেন-পুত্র রোহন

Date:

দিন ছয়ের মধ্যেই নিজের অবস্থান স্পষ্ট করলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর পুত্র রোহন মিত্র। বিজেপি যোগ দিচ্ছেন না তিনি। রোহন জানিয়েছেন, তিনি কংগ্রেস ছাড়ছেন না। দলে কারও সঙ্গে তাঁর শত্রুতা নেই। প্রয়োজনে তিনি প্রচারেও যাবেন। দলীয় প্রার্থীদের পাশাপাশি বামেদের হয়েও প্রচারে নামতেও তাঁর কোনও আপত্তি নেই বলে এদিন স্পষ্ট জানিয়ে দেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক। পাশাপাশি তিনি দাবি করেন, দলত্যাগ না করলেও অধীর গোষ্ঠীর তরফে তাঁর উপর মানসিকভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে।

রবিবার রোহন মিত্র বলেন,”দল ছাড়ার মতো বিভ্রান্তি রটিয়ে সাধারণ কংগ্রেস কর্মীদের মধ্যে অশান্তি সৃষ্টি করছে কিছু অসাধু ব্যক্তি। সময়ে জবাব দেবো। কংগ্রেস কর্মীরা তৈরি হোন পাশে থাকার জন্য। যে কেউ এসেই আমাকে বলতে পারে বিজেপিতে যোগ দিতে, কিংবা তৃণমূলে যোগ দিতে। আমিও সুযোগ পেলে ওনাদের বলব কংগ্রেসে আসতে। শুধু এইটুকুই বলব বাবাকে হারিয়ে কিছুটা মানসিকভাবে ভেঙে পড়েছি, তবে লড়াইটা দলে থেকেই করবো।”

আরও পড়ুন-ভাঙা পায়েই খেলা, ভাঙা পায়েই নবান্ন দখল: নয়া স্লোগান বেঁধে দিলেন অভিষেক

উল্লেখ্য, গত রবিবার বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সোমেন মিত্রর স্ত্রী শিখা মিত্রর সঙ্গে দেখা করেন। দেখা করার পাশাপাশি শিখা মিত্রকে বিজেপিতে যোগের কথাও বলেন শুভেন্দু। সোমেন-পত্নী বিজেপিতে যোগ দেবেন না বলেও কিছু জানানি। তাতে জল্পনা আরও বাড়ে। তবে এখন তা পরিষ্কার যে কংগ্রেসেই থাকছেন রোহন মিত্র।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version