৫০ বছর পর আলিপুর চিড়িয়াখানায় দেখা মিলবে ‘বন্য কুকুরের’

এবার আলিপুর চিড়িয়াখানায় গেলে দেখা যাবে নতুন অতিথিকে। এর আগে প্রায় পঞ্চাশ বছর তাদের কোনো দেখা পাওয়া যায়নি। সব কিছু ঠিকঠাক থাকলে এবার থেকে দর্শকেরা চিড়িয়াখানায় গেলে দেখা মিলবে বন্য কুকুরের সঙ্গে।

প্রসঙ্গত, গত ২২ ডিসেম্বর আলিপুর চিড়িয়াখানায় চারটি বন্য কুকুরের (wild dog) ছানার জন্ম হয়। দু’টি ছানা মারা যায়। বাকি দু’টি ছানাকে তখন গুহা থেকে বের করে এনে পশু হাসপাতালে তাদের চিকিৎসা শুরু করা হয়। প্রথমে তাদের দুধ খাওয়ানো হয়। ক্রমশ ছানাদু’টির শারীরিক অবস্থার উন্নতি হয়। এখন বেশ যত্নেই আছে দু’টি বন্য কুকুরের ছানা। একটি পুরুষ ছানা ও একটি স্ত্রী ছানা। তাদের বর্তমানে ওজন ২ কেজি ২০০ গ্রাম।

Advt

Previous articleহুইল চেয়ারেই রবিবার রাজপথে মমতা
Next articleব্রেকফাস্ট নিউজ