হুইল চেয়ারেই রবিবার রাজপথে মমতা

ভোট দোরগড়ায়, তাই আর বিশ্রাম নয়৷

রবিবার, ১৪ মার্চ, ‘নন্দীগ্রাম দিবস’৷ সব কিছু ঠিক থাকলে রবিবার বিকেলেই সম্ভবত জনতার মাঝে ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে স্বাভাবিক চলাফেরা করার মতো শারীরিক পরিস্থিতি এখন তাঁর নেই৷ সম্ভবত হুইল চেয়ারেই তিনি রাজপথে নামবেন৷

‘নন্দীগ্রাম দিবস’ (Nandigram Divas) উপলক্ষ্যে রবিবার বেলা ৩টে নাগাদ মেয়ো রোড থেকে একটি মিছিল করবে তৃণমূল৷ ওই মিছিল শেষ হবে হাজরা মোড়ে৷ আপাতত ঠিক আছে, হাজরা মোড়েই থাকবেন মমতা৷

এই কর্মসূচির পর সন্ধ্যে ৭টা নাগাদ কালীঘাটের কার্যালয় থেকে রবিবারই দলের নির্বাচনী ইস্তাহারও (Manifesto) প্রকাশ করবেন তৃণমূল সুপ্রিমো৷

আরও পড়ুন- আইএসএল চ‍্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি, লোবেরার দলের কাছে হারের হ্যাটট্রিক বাগান ব্রিগেডের

Advt

Previous articleআইএসএল চ‍্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি, লোবেরার দলের কাছে হারের হ্যাটট্রিক বাগান ব্রিগেডের
Next article৫০ বছর পর আলিপুর চিড়িয়াখানায় দেখা মিলবে ‘বন্য কুকুরের’