Sunday, November 16, 2025

বিধি না মেনে শরীরে করোনা নিয়েই শুটিং করছেন বলি-অভিনেত্রী, FIR দায়ের থানায়

Date:

মহারাষ্ট্রে যখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা তখনই অসাবধান হতে দেখা গেল এক বলিউড অভিনেত্রীকে। শরীরে রয়েছে করোনাভাইরাস, সেই অবস্থাতেই শুটিংয়ে বলিউড অভিনেত্রী গওহর খান। তাঁর বিরুদ্ধে কোভিড বিধি না মানার জন্য FIR দায়ের করেছে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন। স্থানীয় পুলিশ তাঁকে কোয়ারেন্টাইনে থাকার কথা জানিয়েছিল। তিনি তা শোনেননি।

সোমবার গওহরের বিরুদ্ধে এফআইআর করে বিএমসি৷ তাদের অভিযোগ, অভিনেত্রী গওহর খান শরীরে করোনা নিয়েই বাড়ি থেকে বেরিয়ে শুটিং ফ্লোরে যাচ্ছেন৷ জানা গিয়েছে, ওয়ার্ডের কর্মীরা গত ১১ মার্চ অভিনেত্রীর বাড়িতে গিয়ে তাঁকে দেখে এসেছেন৷ গওহর সেই সময় জানিয়ে ছিলেন, তিনি বাড়িতেই থাকবেন৷ করোনার বিধি নিষেধ মেনে চলবেন৷ তারপরেই তাদের নজরে আসে, শরীরে করোনার জীবাণু নিয়ে, বিধি নিষেধ না মেনে নিয়মিত বাড়ি থেকে বের হচ্ছেন এবং শুটিংয়ের কাজও করছেন গওহর৷

আরও পড়ুন-রানির পায়ের তলায় পুত্রবধূ, শার্লি এবদো-র কার্টুন ঘিরে বিতর্ক

স্থানীয় পুলিশ জানিয়েছে, “অভিনেত্রী গওহর খানকে বারণ করা সত্ত্বেও তার এই ধরনের আচরণ একেবারেই ঠিক নয়৷ করোনা আক্রান্ত হওয়ার পর তাঁর কোয়ারেন্টাইনে থাকার কথা ছিল৷ তার বিরুদ্ধে অবশ্যই কড়া পদক্ষেপ নেওয়া হবে৷” এই বিষয়ে এখনও পর্যন্ত গওহর খান কোনও মন্তব্য করেননি৷

মহারাষ্ট্রে ফের দাপট বাড়ছে করোনার। প্রত্যেকদিনই বহু মানুষ আক্রান্ত হচ্ছেন করোনায়। এরই মধ্যে করোনা আক্রান্ত হয়েছেন রণবীর কাপুর, সঞ্জয়লীলা বনশালী, মনোজ বাজপেয়ী, সিদ্ধান্ত চতুর্বেদী, তারা সুতারিয়াও৷ রণবীর ও বনশালী কোভিড আক্রান্ত হওয়ার কথা শুনে আলিয়া ভাট নিজেকে ঘরবন্দি করেছিলেন৷ কারণ, রণবীরের সঙ্গে ব্রহ্মাস্ত্র ও বনশালীর সঙ্গে গঙ্গুবাইয়ের শুটিং করছিলেন৷

Related articles

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...
Exit mobile version