Wednesday, May 7, 2025

ভোট প্রচারে ব্যস্ত থাকায় সিবিআইকে চিঠি দিয়ে সময় চাইলেন পার্থ

Date:

ভোটের প্রচারে এই মুহূর্তে প্রবল ব্যস্ত রয়েছেন বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়(partho Chatterjee)। ফলস্বরূপ সিবিআইকে চিঠি পাঠিয়ে সময় চাইলেন তৃণমূলের মহাসচিব। জানানো হয়েছে, ভোটের প্রচারে ব্যস্ত থাকার কারণে সোমবার সিবিআই দফতরে হাজিরা দিতে পারবেন না তিনি। যদিও সিবিআই(CBI) সূত্রে জানা যাচ্ছে তদন্ত চালিয়ে যেতে পার্থ চট্টোপাধ্যায়কে সময় দিতে রাজি নয় তদন্তকারী সংস্থা। পুনরায় তাকে নোটিশ পাঠানো হবে বলে সূত্রের খবর।

উল্লেখ্য, আইকোর চিটফান্ড মামলায় সোমবার সিবিআই দফতরে ডেকে পাঠানো হয়েছিল তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে। সিবিআই-এর হাতে যে ভিডিও এসেছে তার ভিত্তিতেই তৃণমূল মহাসচিবকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেওয়া হয়। কেন ওই সংস্থার অনুষ্ঠানে পার্থ উপস্থিত ছিলেন তা জানতে চায় সিবিআই। তবে দলের প্রচারে ব্যস্ত থাকার কারণে এদিন সিবিআই-এর ডাকে সাড়া দিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।

আরও পড়ুন:দলবদলুকে টিকিট: দলীয় প্রার্থীর বিরুদ্ধেই লড়বেন উত্তরপাড়ার ‘আদি বিজেপি’ কৃষ্ণা

প্রসঙ্গত, রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে চিটফান্ড কাণ্ডের তদন্তে গতি বাড়িয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এই তালিকায় সারদার পাশাপাশি রয়েছে আইকোর, প্রয়াগসহ একাধিক চিটফান্ড সংস্থার দুর্নীতি মামলা। আইকোর মামলার তদন্তে নেমে সংস্থার দুই কর্ণধার অনুকূল মাইতি ও তাঁর স্ত্রীকে আগেই গ্রেফতার করেছে সিবিআই। বন্দি অবস্থাতে অনুকূল মাইতির মৃত্যু হলেও এর আগে তাঁকে জেরায় একাধিক তথ্য মিলেছে বলে সিবিআই সূত্রে খবর। আর সেই তথ্যের ভিত্তিতেই পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরার নির্দেশ দেওয়া হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে।

Related articles

মকড্রিলের আগেই শুরু প্রত্যাঘাত, মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে ভারতের মিসাইল হানা

দেশজুড়ে মকড্রিল শুরুর কয়েক ঘণ্টা আগেই মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে (POK) মিসাইল হানা ভারতের। সেনার তরফে এক্স...

সচেতনতায় জোর! রাজ্য জুড়ে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস

মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস। প্রতি বছর মে মাসের প্রথম মঙ্গলবার এই দিনটি পালিত...

ভিনরাজ্যে হেনস্থা! বাংলার শ্রমিকদের সুরক্ষায় কেন্দ্রকে চিঠি মুখ্যসচিবের

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বারবার হেনস্থার শিকার হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। বিষয়টি নিয়ে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ...

অসুস্থতায় বদলে গেল ট্রেন যাত্রা! জবলপুর যাওয়ার পথে নিখোঁজ কেন্দ্রীয় মন্ত্রী

শনিবার রাতে দিল্লি থেকে মধ্যপ্রদেশের জবলপুরগামী গন্ডোয়ানা এক্সপ্রেসে সফর করছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাম। কিন্তু রবিবার দামোহ স্টেশনে...
Exit mobile version