Tuesday, May 6, 2025

সংবিধান লঙ্ঘিত হয়েছে, স্বপন দাশগুপ্তের সাংসদপদ খারিজ হোক, টুইটে দাবি মহুয়া মৈত্রের

Date:

প্রায় ফেঁসেই গিয়েছেন তারকেশ্বর কেন্দ্রে বিজেপি প্রার্থী সাংসদ স্বপন দাশগুপ্ত ৷ এখন যা পরিস্থিতি, তাতে ভোটে দাঁড়ালেই তাঁর সাংসদ পদ খারিজ হতে চলেছে৷

বিষয়টি সামনে এনেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র৷ এই তৃণমূল সাংসদ এক টুইটে স্বপন দাশগুপ্তের (Swapan Dasgupta) সাংসদপদ বাতিলের দাবি তুলেছেন৷
মহুয়া মৈত্র (Mahua Moitra) দাবি করেছেন, সংবিধানের দশম তফসিল অনুযায়ী, স্বপনবাবু ভোটে দাঁড়াতে পারেন না। কারণ, রাজ্যসভার কোনও মনোনীত সদস্য, সাংসদ হিসেবে শপথ নেওয়ার ৬ মাস পর কোনও রাজনৈতিক দলে যোগ দিলে সঙ্গে সঙ্গে তাঁর সদস্যপদ বাতিল হয়ে যায়।
মহুয়া মৈত্র সোমবার রাতে এক টুইটে লিখেছেন, “বঙ্গ-ভোটে স্বপন দাশগুপ্ত বিজেপি প্রার্থী। সংবিধানের দশম তফসিলে বলা রয়েছে, রাজ্যসভার কোনও মনোনীত সদস্য শপথগ্রহণ করার ৬ মাস পর যদি কোনও রাজনৈতিক দলে যোগ দেন, তাহলে তাঁর সদস্যপদ বাতিল হয়ে যায়। স্বপনবাবু শপথ নিয়েছিলেন ২০১৬-র এপ্রিলে। এখনও তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। বিজেপি-তে যোগ দেওয়ার জন্য এখনই তাঁর সদস্যপদ বাতিল করতে হবে”।

আরও পড়ুন : সাক্ষাতের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা! দলত্যাগী নেতার দিকে ফিরেও তাকালেন না মমতা

তবে এ বিষয়ে স্বপন দাশগুপ্ত সরাসরি কিছুই বলেননি৷ সংবাদমাধ্যমে তিনি বলেছেন, ‘‘এখন ভোটের কাজে ব্যস্ত রয়েছি। মহুয়া মৈত্র ঠিক কী লিখেছে জানিনা৷
সময়মতো যা বলার বলবো”à§·

Related articles

আজও রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস, উইকেন্ডে চড়বে পারদ!

মঙ্গলে কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে। বিকেলের পর বৃষ্টি (Rain) ভিজতে পারে কলকাতাসহ পার্শ্ববর্তী একাধিক জেলা। বৃহস্পতিবার থেকে হালা...

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালার মঞ্চে শাহরুখ, মন জিতলেন অনুরাগীদের 

তিনি বলিউডের বাদশা, যেখানেই যান সেখানেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। এবার বিশ্বমানের ফ্যাশন ইভেন্ট মেট গালা ২০২৫- এও...

NRI কোটায় মেডিক্যালে ভর্তির তদন্তে সাতসকালে শহর জুড়ে ইডি হানা

মেডিক্যালে ভর্তির দুর্নীতি (Medical scam) নিয়ে তদন্তে মঙ্গলের সকালে কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টটের (ED )আধিকারিকরা।...

টানা ১২ দিন ধরে সীমান্তে গোলাবর্ষণ পাকিস্তানের, কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার বাড়ছে উত্তেজনা

সীমান্ত সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে একটানা ১২ দিন ধরে ভারতীয় সেনা (Indian Army Camp) ছাউনিকে টার্গেট করে...
Exit mobile version