Monday, November 3, 2025

সাক্ষাতের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা! দলত্যাগী নেতার দিকে ফিরেও তাকালেন না মমতা

Date:

নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছিলেন হোটেলের বাইরে। কিন্তু নীট ফল জিরো! একদা মমতা ঘনিষ্ঠ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও দলত্যাগী তৃণমূল নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় (Shyamaprasad Mukherjee) দিকে ফিরেও তাকালেন না তৃণমূল (TMC) নেত্রী। পাত্তা না দিয়ে সোজা হেলিপ্যাডের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী (CM)!

আরও পড়ুন : ১৯ ও ২০ মার্চ নন্দীগ্রাম-সহ পূর্ব মেদিনীপুরে ৮টি জনসভা মমতার

রাজ্যের বস্ত্র, নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী এবং বাঁকুড়ার বিষ্ণুপুরের বিধায়ক শ্যামাপ্রসাদ পরিবর্তনের বছর ২০১১ সালে তৃণমূলের টিকিটে জিতে মন্ত্রী হয়েছিলেন। ২০১৬ সালে মমতা ঝড়েও পরাজিত হন। একদা বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতিও ছিলেন। কিন্তু হঠাৎ করে বিদ্রোহী হয়ে তৃণমূল ছেড়ে যোগ দেন বিজেপিতে।

শ্যামাপ্রসাদবাবু আশায় ছিলেন গেরুয়া শিবিরের প্রার্থী হবেন। কিন্তু সে গুড়ে বালি! একুশের নির্বাচনের আগে (WB Assembly Election) তাঁকে নিয়ে প্রহসন করা হয়েছে, টিকিট দেয়নি বিজেপি।

টিকিট না পাওয়ায় আজ, সোমবার দুর্গাপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চলে আসেন তিনি। সকালে প্রায় দু’ঘন্টা দাঁড়িয়ে থাকেন হোটেলের বাইরে। অপেক্ষমান সাংবাদিকদের মুখোমুখি হতেই তিনি ক্ষোভ উগড়ে দিলেন বিজেপির বিরুদ্ধে। বলেন, বিজেপিতে প্রার্থী হতে গেলে সাড়ে তিন কোটি টাকা দিতে হবে। তবে তিনি একবারও সরাসরি বললেন না যে তৃণমূলে যোগ দেবেন। বলেন, একবার দিদির সঙ্গে কথা বলতে চান ব্যক্তিগত প্রয়োজনে। যায় হোক না কেন, বিজেপি যে তাঁর সঙ্গে খেলা করেছে, সেটা আলবাদ বুঝেছেন শ্যামাপ্রসাদ!!!

Related articles

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...
Exit mobile version