Wednesday, May 7, 2025

বেলুড়ে শ্রী রামকৃষ্ণদেবের ১৮৬ তম জন্মতিথি পালন হচ্ছে ভক্তশূন্যই

Date:

আজ শ্রী রামকৃষ্ণদেবের ১৮৬ তম জন্মতিথি ৷ করোনা আবহে এবার ভক্তশূন্য বেলুড় মঠ। গদাধর চট্টোপাধ্যায়ের জন্ম হয়েছিল আজকের দিনে ১৮৩৬ সালে। হুগলি জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করেছিলেন তিনি। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ঈশ্বরের অবতাররূপে পূজিত হন।

রামকৃষ্ণ পরমহংসদেব গ্রামীণ পশ্চিমবঙ্গের এক দরিদ্র বৈষ্ণব ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। দক্ষিণেশ্বর কালীবাড়িতে পৌরোহিত্য গ্রহণের পর বঙ্গীয় তথা ভারতীয় শক্তিবাদের প্রভাবে তিনি কালীর আরাধনা শুরু করেন। তাঁর প্রথম গুরু তন্ত্র ও বৈষ্ণবীয় ভক্তিতত্ত্বজ্ঞা এক সাধিকা। পরবর্তীকালে অদ্বৈত বেদান্ত মতে সাধনা করে নির্বিকল্প সমাধি লাভ করেন রামকৃষ্ণ। অন্যান্য ধর্মীয় মতে, বিশেষত ইসলাম ও খ্রিস্টীয় মতে সাধনা তাঁকে “যত মত, তত পথ” উপলব্ধির জগতে উন্নীত করে। পশ্চিমবঙ্গের আঞ্চলিক গ্রামীণ উপভাষায় ছোটো ছোটো গল্পের মাধ্যমে প্রদত্ত তার ধর্মীয় শিক্ষা সাধারণ জনমানসে বিরাট প্রভাব বিস্তার করে।

আরও পড়ুন-রাজ্যে বাড়ছে করোনার দৈনিক সংক্রমণ, সঙ্গে মৃত্যুও

শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথি দিবস বরাবরের মতোই রীতি মেনেই হচ্ছে সমস্ত পুজো-অনুষ্ঠান। তবে ভক্তদের জন্য বন্ধ বেলুড় মঠ। করোনাভাইরাসের কারণেই বেলুড় কর্তৃপক্ষ এমন সিদ্ধান্তই নিয়েছে। মঠের অভ্যন্তরে শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথির অনুষ্ঠান তাদের রীতিনীতি অনুযায়ী পালিত হচ্ছে। কিন্তু ভক্তদের জন্য বন্ধই থাকছে মঠের দরজা। তবে আজ পূজানুষ্ঠান, অন্যান্য অনুষ্ঠান ও বিকেলে অনুষ্ঠাতব্য ধর্মসভার বক্তব্য সামাজিক মাধ্যমে সম্প্রচারিত হবে। অতিমারির কারণেই ২১ মার্চও সাধারণ উত্‍সব অনুষ্ঠিত হবে না। ওই দিন‌ও বন্ধ থাকবে বেলুড়। প্রতিবারের মতো এবারেও শ্রদ্ধা ও গাম্ভীর্যের সঙ্গে পুজো-অর্চনা করা হবে। কেবলমাত্র মঠের সন্ন্যাসীরাই সেখানে থাকবেন। বেলুড় মঠের মন্দিরের ভিতরে এবং মঠ-সংলগ্ন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও পুজো হচ্ছে প্রতিবারের মতোই। বেলুড়মঠের পুজো দেখা যাবে ইউটিউব চ্যানেলে। সেক্ষেত্রে বেলুড়মঠের নিজস্ব ওয়েবসাইট থেকে ইউটিউবে লিঙ্কটি দেওয়া হবে।

গত বছরের ২৫ মার্চ করোনা এবং লকডাউনের কারণে বন্ধ হয়েছিল বেলুড় মঠ। এরপর দেশ জুড়ে আনলক প্রক্রিয়া শুরু হলে ১৫ জুন মঠ খুলে যায়। কিন্তু ফের ২ অগাস্ট জনসাধারণের জন্য বন্ধ হয়ে যায় মঠের দরজা। বেলুড় মঠের প্রায় ৮০ জন সন্ন্যাসী করোনায় আক্রান্ত হন।

Related articles

ধরমশালা থেকে সরতে পারে পঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ

ভারত – পাকিস্তান(INDvPAK) অশান্তির জেরে এবার বদল হতে পারে আইপিএলের(IPL) ভেন্যুও। আগামী ১১ মে পঞ্জাব কিংস বনাম মুম্বই...

রাষ্ট্রসঙ্ঘের দফতরের বাইরে পাক মিসাইল! প্রত্যাঘাতে ১১ ভারতীয় হত্য়া

অপারেশন সিন্দুর সফল করার পরই পাকিস্তানের প্রত্যাঘাতের আশঙ্কায় একাধিক বৈঠক চলছে ভারতে। অন্যদিকে পাকিস্তানও সীমান্তে আঘাতের পরিমাণ বাড়িয়ে...

২৮ সদস্যের সম্ভাব্য দল ঘোষণা ভারতের, প্রস্তুতি হবে কলকাতায়

ভারতীয় দলে(Indian Football Team) এবার মোহনবাগানের(MBSG) আরও এক ফুটবলর। এএফসি এশিয়ান কাপের(AFC Asian Cuo) যোগ্যতা অর্জন পর্বের জন্য...

বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস!

সকালে গরমের দাবদাহ কাটিয়ে বুধের বিকেলেই বৃষ্টি ভেজার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গবাসীর। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে...
Exit mobile version