Friday, November 14, 2025

পামেলাকাণ্ডে সিআইএসএফের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ কলকাতা পুলিশের

Date:

বিজেপি নেত্রী পামেলা গোস্বামীর মাদক পাচারের মামলার তদন্তে কোনওরকম  সাহায্য করছে না সিআইএসএফ। এমনিই অভিযোগ তুলল কলকাতা পুলিশ। লালবাজার সূত্রে জানা গিয়েছে, তদন্তে সহযোগিতা করছে না সিআইএসএফ। এই ঘটনায় ধৃত বিজেপি নেতা রাকেশ সিংয়ের নিরাপত্তায় কোন কোন সিআইএসএফ জওয়ান ছিলেন, তাদের নাম জানতে চাওয়া হয়েছে একাধিকবার। এই নিয়ে কেন্দ্রীয় বাহিনীর আইজি এসজিকে চিঠি দিয়েছে কলকাতা পুলিশ। কিন্তু কোনও সদুত্তর আসেনি বলেই অভিযোগ।অথচ পামেলাকাণ্ডের কিনারা করতে তৎপর কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। এর আগে বিজেপি নেতা রাকেশ সিংকে পূর্ব বর্ধমানের গলসি থেকে মাদক পাচারের অভিযোগে থেকে গ্রেফতার হয়েছে। গ্রেফতার হয় অমৃতা সিং ওরফে সুইটি নামে রাকেশের এক ঘনিষ্ঠ।
জানা গিয়েছে,  সম্প্রতি রাকেশ সিংকে কেন্দ্র করে সুইটির স্বামীর সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে। শহরের বেশকিছু নাইট ক্লাবে যেতেন সুইটি এবং পেশায় একজন মডেল। সেখান থেকেই মাদক পাচার করতেন রাকেশকে। লালবাজার সূত্রে জানা গিয়েছে , এই বিজেপি নেত্রী গ্রেফতারের দুদিন যে সন্দীপ আগরওয়াল নামে একজনের কাছে থেকে মেল আসে কলকাতা পুলিশের শীর্ষপদস্থ কর্তার কাছে। সেখানে স্পষ্ট লেখা ছিল পামেলাকে কোকেন পাচারের মিথ্যে তথ্য দিয়ে ফাঁসানো হচ্ছে।
পরে জানা যায় আদতে তিনি সুইটির স্বামী।  তদন্তের জাল গোটাতে রাকেশ সিংয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলেই মনে করছেন কলকাতা পুলিশের তদন্তকারীরা।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version