Thursday, August 21, 2025

ফের করোনার গ্রাফ ঊর্ধমুখী, সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী

Date:

Share post:

ফিরে আসছে ২০২০ সালের অতিমারির ভয়ানক স্মৃতি। ফের লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনার গ্রাফ ঊর্ধমুখী। মহারাষ্ট্র সহ দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই অবস্থায় সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা যাচ্ছে বুধবার হবে এই বৈঠক।

প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ। টিকাকরণ দ্রুতগতিতে চললেও বাঁধ মানছে না করোনা। প্রায় ১০ হাজার দৈনিক সংক্রমণ থেকে আচমকা এক লাফে সারা দেশে দৈনিক সংক্রমণের সংখ্যা পৌঁছে গিয়েছে ২৬ হাজারেরও কোটায়। ৮৫ দিনে সর্বোচ্চ। গত রবিবার ২৬ হাজারের গণ্ডি পেরোয় দৈনিক কেসের সংখ্যা, যেটা ডিসেম্বর ১৯-এর পর সর্বোচ্চ। বুধবার দুপুরে মোদি ভার্চুয়ালি বৈঠক করবেন সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে।

আরও পড়ুন : মীরজাফররা চলে গিয়েছে, বেঁচে গিয়েছি: দলত্যাগীদের তীব্র কটাক্ষ মমতার

তবে কি দেশে আবার লকডাউনের পরিস্থিতি হবে? করোনা দমন প্রসঙ্গে মোদির সঙ্গে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের বৈঠকে কী আলোচনা হয়, তা দেখার। ইতিমধ্যেই দেশের বেশ কিছু অংশে জারি হয়েছে পূর্ণ লকডাউন। মুসৌরি শহরের একাধিক অংশে নতুন করে সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করা হয়েছে। শহরের গালওয়ে কটেজ, সেন্ট জর্জ স্কুল, বার্লো গঞ্জ এলাকায় পুরোপুরি শাটডাউনের অর্ডার দিয়েছে প্রশাসন। নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ছাড়া কোনও দোকান খোলা রাখা যাবে না মুসৌরির এই অংশে। আরও সঙ্কটজনক মহারাষ্ট্রের পরিস্থিতি। হু হু করে বাড়ছে দৈনিক সংক্রমণ। ১৫ মার্চ থেকে নাগপুরে জারি হয়েছে পূর্ণ লকডাউন। চলবে ২১ মার্চ পর্যন্ত। গত দু’দিন ঔরঙ্গাবাদেও ছিল লকডাউন। শুধু মহারাষ্ট্র বা গুজরাটে নয়, করোনা বাড়ছে এই পশ্চিমবঙ্গেও।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে প্রাপ্ত পরিসংখ্যান বলছে, দেশের আট রাজ্যে লাগামছাড়া করোনা। মহারাষ্ট্র ছাড়াও সে তালিকায় নাম রয়েছে তামিলনাড়ু, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, দিল্লি, গুজরাট, কর্ণাটক এবং হরিয়ানা। দেশে শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৫৮,৭২৫। মৃত্যু হয়েছে ১১৮ জনের।

Advt

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...