Tuesday, November 11, 2025

পুরুলিয়ার জয়পুরে নির্দল প্রার্থীকে সমর্থন: ঘোষণা অভিষেকের

Date:

দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিল। সেই কারণে পুরুলিয়ার জয়পুরে নির্দল প্রার্থীকে সমর্থনের কথা ঘোষণা করলেন তৃণমূল (Tmc) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।পুরুলিয়ার মানবাজারের সভা থেকে অভিষেক বলেন, “পুরুলিয়ার প্রতিটি বুথকে আগলে রাখুন। জেলায় বিজেপিকে ৮-০ করুন। জয়পুরে যেখানে আমরা প্রার্থী দিতে পারিনি যেখানে নির্দলকে ভোট দিন। বিজেপিকে এক ইঞ্চি জমি ছাড়বেন না”।

জয়পুরে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন দিব্যজ্যোতি সিংহদেও (Dibyajyoti Singh Deo)। তিনি আগে জেলা যুব তৃণমূল নেতা ছিলেন। কিন্তু দলের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় নির্দল হিসেবে মনোনয়ন জমা দেন। পরে নেতৃত্বের সঙ্গে কথা বলে তিনি মনোনয়ন প্রত্যাহার করতে চেয়েছিলেন। তবে সেটা শেষ মুহূর্তে সম্ভব হয়নি। এদিকে, স্ক্রুটিনিতে ত্রুটি থাকায় তৃণমূল প্রার্থী উজ্জ্বল কুমারের মনোনয়ন বাতিল হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, “হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে আমাদের জয় হলেও ডিভিশন বেঞ্চের নির্দেশ তৃণমূল প্রার্থী ভোটে লড়তে পারবেন না”। এই পরিস্থিতিতে উজ্জ্বল কুমারের বদলে নির্দল প্রার্থী দিব্যজ্যোতি সিংহদেওকে সমর্থনের কথা ঘোষণা করেন অভিষেক।

তিনি কটাক্ষ করে বলেন, “বিজেপি পুরুলিয়ায় এমন একটা ভাব করছে যেন গোটা পুরুলিয়া গেরুয়া হয়ে গিয়েছে। আমরাও গেরুয়ায় বিশ্বাস করি। আমরা স্বামীজির গেরুয়ায় বিশ্বাস করি। যোগী আদিত্যানাথের(Yogi Adityanath) গেরুয়ায় বিশ্বাস করি না”।

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, দিলীপ ঘোষ মা দুর্গার অপমান করেছেন।

দিলীপ ঘোষরা বলছে দুয়ারে সরকার, স্বাস্থ্যসাথী ভাঁওতা। আর স্থানীয় বিজেপি সাংসদ থেকে শুরু করে দিলীপ ঘোষের পরিবার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো স্বাস্থ্যসাথী কার্ড করিয়ে বলেছেন “মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ”।

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version