Sunday, May 4, 2025

দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিল। সেই কারণে পুরুলিয়ার জয়পুরে নির্দল প্রার্থীকে সমর্থনের কথা ঘোষণা করলেন তৃণমূল (Tmc) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।পুরুলিয়ার মানবাজারের সভা থেকে অভিষেক বলেন, “পুরুলিয়ার প্রতিটি বুথকে আগলে রাখুন। জেলায় বিজেপিকে à§®-০ করুন। জয়পুরে যেখানে আমরা প্রার্থী দিতে পারিনি যেখানে নির্দলকে ভোট দিন। বিজেপিকে এক ইঞ্চি জমি ছাড়বেন না”।

জয়পুরে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন দিব্যজ্যোতি সিংহদেও (Dibyajyoti Singh Deo)। তিনি আগে জেলা যুব তৃণমূল নেতা ছিলেন। কিন্তু দলের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় নির্দল হিসেবে মনোনয়ন জমা দেন। পরে নেতৃত্বের সঙ্গে কথা বলে তিনি মনোনয়ন প্রত্যাহার করতে চেয়েছিলেন। তবে সেটা শেষ মুহূর্তে সম্ভব হয়নি। এদিকে, স্ক্রুটিনিতে ত্রুটি থাকায় তৃণমূল প্রার্থী উজ্জ্বল কুমারের মনোনয়ন বাতিল হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, “হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে আমাদের জয় হলেও ডিভিশন বেঞ্চের নির্দেশ তৃণমূল প্রার্থী ভোটে লড়তে পারবেন না”। এই পরিস্থিতিতে উজ্জ্বল কুমারের বদলে নির্দল প্রার্থী দিব্যজ্যোতি সিংহদেওকে সমর্থনের কথা ঘোষণা করেন অভিষেক।

তিনি কটাক্ষ করে বলেন, “বিজেপি পুরুলিয়ায় এমন একটা ভাব করছে যেন গোটা পুরুলিয়া গেরুয়া হয়ে গিয়েছে। আমরাও গেরুয়ায় বিশ্বাস করি। আমরা স্বামীজির গেরুয়ায় বিশ্বাস করি। যোগী আদিত্যানাথের(Yogi Adityanath) গেরুয়ায় বিশ্বাস করি না”।

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, দিলীপ ঘোষ মা দুর্গার অপমান করেছেন।

দিলীপ ঘোষরা বলছে দুয়ারে সরকার, স্বাস্থ্যসাথী ভাঁওতা। আর স্থানীয় বিজেপি সাংসদ থেকে শুরু করে দিলীপ ঘোষের পরিবার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো স্বাস্থ্যসাথী কার্ড করিয়ে বলেছেন “মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ”।

Related articles

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...
Exit mobile version